আমার মতো পরিক্ষার্থী আজ কি করবে?

লিখেছেন লিখেছেন অসমাপ্ত গল্পের রাজকুমার ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:২২:৪২ রাত

আমি দশম শ্রেনীর পরিক্ষার্থী । কিন্তু রাজনৈতিক নানা অস্থিরতা আজ আমাদের পরীক্ষা প্রদান করে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে কাঁধ হতে বোঝা নামানোর সুযোগটি পাচ্ছি না।

ছাত্র হিসেবে আমি আমার মনের কথা যতটুকুই বলতে পারি না কেন তা হল - পরীক্ষা পেছাতে তাকলে আমাদের পড়ার আগ্রহটাও বই থেকে সরে জেতে থাকে।

আগে জান্তাম তারাই রাজনীতি করার অধিকার রাখে

যাদের প্রধান লক্ষ দেশের জন্য প্রেম।

কিন্তু আমি বাংলাদেশে এই রাজনৈতিক ব্যক্তিত্ব দের মধ্যে

অন্তত এই গুনটি দেখিনি।

বনের হিংস্র জন্তুও সংঘর্ষে লিপ্ত হলে তাদের কেউ না কেউ হার মানে । কিন্তু আজ আমাদের দেশের রাজনীতি

বনের হিংস্র পশুদেরকেও হার মানাতে যাচ্ছে।

পড়া লিখা বাদ দিয়ে মনের কষ্টটি জানাতে সকলের জন্য লিখলাম।

আমার ভুলগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের কাছে বিনিত আবেদন করছি।

ইতি

আপনাদেরই

ছোট ভাই (পরীক্ষার চিন্তায় ঘুমাচ্ছি)

বিষয়: বিবিধ

১০১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File