তোমার মত প্রকাশের স্বাধীনতা থাকবে কেন !!!
লিখেছেন লিখেছেন এম এ আলিম খান ২০ অক্টোবর, ২০১৬, ০৩:৪৭:১৩ দুপুর
দেশ স্বাধীনের পর থেকে আজ অবধি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থাগুলো সরকারের পাশাপাশি দেশের উন্নয়নে যে ভুমিকা রেখেছে তা কোন ভাবেই অস্বীকার করা যাবে না। আজ যারা এনজিও বন্ধ করা বা তাদের বাক স্বাধীনতা হরণ করতে যাচ্ছে তারাই এনজিওদের কাথ থেকে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে বা পেয়েছে। নারীর ক্ষমতায়নে সরকার বিশ্বের দরবারে আজ যে উচু গলায় কথা বলতে পারে এবং পুরষ্কার পাচ্ছে এর পিছনে সরকারের চেয়ে এনজিওদের ভুমিকা কোন অংশে কম নয়। মত প্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার। কোন কোন এনজিও সরকারের দূর্নীতির বিরুদ্ধে কথা বলেই সব এনজিও খারাপ তাদের কঠোরভাবে দমনের নীতি সরকার গ্রহণ করেছে তা ঠিক নয়। গৃহপালিত বিরোধী দল আর আইন করে বিভিন্ন বেসরকারি সংস্থার লোকদের মুখ বন্ধ করে দেশে যে সত্যিকারের গণতন্ত্র নেই একথা আবারও প্রমাণিত হতে যাচ্ছে। যেখানে বাক স্বাধীনতা নেই সেখানে সত্যিকারের গণতন্ত্র থাকতে পারে না। বাংলাদেশের সাধারণ মানুষ এখনও দূর্নীতিকে ঘৃনা করে; দূর্নীতবাজদের তাদেরকে ঘৃনা করে।
বিষয়: বিবিধ
৯৬৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন