সাজেদার বিজয় গাঁথা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ অক্টোবর, ২০১৬, ০৪:৩৫:১৯ বিকাল



বাংলাদেশে নারীর ক্ষমতায়নের আর একটি মাইল ফলক হিসেবে সামনে এসেছেন দিনাজপুরের কৃষক নেত্রী সাজেদা বেগম। তিনি চলতি বছরের আগস্ট মাসে একজন নারী হিসেবে প্রথম বারের মতো এশিয়ান ফার্মার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে এখন ১৬টি দেশের ২০টি সংগঠনের প্রায় এক লাখ কৃষকের নেতৃত্ব দিচ্ছেন। এ পদে দুই বছর দায়িত্ব পালনের পর তিনি আরও দুই বছর দায়িত্ব পালন করবেন একই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে। এই সাফল্যের জন্য তাকে গ্রাম, ইউনিয়ন, উপজেলা এবং কেন্দ্রীয় কৃষক সংগঠনের নেতৃত্বে সততা, নিষ্ঠা, দায়িত্ববোধের দক্ষতা দেখাতে হয়েছে। তিনি বর্তমানে দেশের ২২ হাজার কৃষক পরিবারের সদস্যদের নিয়ে গঠিত কেন্দ্রীয় কৃষক মৈত্রীর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। পরিবারের সদস্যবৃন্দ ও অ্যাকশন এইড বাংলাদেশের সহায়তায় অর্জিত সাফল্যের কারণে তিনি এ পর্যন্ত ফিলিপাইন, মিয়ানমার, ব্যাংকক, ভিয়েতনাম ও নেপাল সফর করেছেন। অ্যাকশন এইডের তত্ত্বাবধানেই তিনি নারীর নেতৃত্ব বিকাশ, ব্যবসা সংক্রান্ত নানান প্রশিক্ষণ এবং ফিলিপাইনে ‘ইয়ুথ ফার্মার’ হিসেবে পারিবারিক কৃষি নিয়ে প্রশিক্ষণ নেয়ার সুযোগ পেয়েছেন। দেশে-বিদেশে নেতৃত্ব দেয়ার পাশাপাশি তিনি তার পারিবারিক জমিতে ফসল বোনা, সবজি রোপণ, পাইকারের কাছে বিভিন্ন ফসল বিক্রি করার পাশাপাশি বাড়ির রান্নাবান্নাসহ অন্যান্য সাংসারিক দায়িত্বও পালন করেন। কৃষক নেতা হিসেবে তাকে ফসল উৎপাদন, কীটনাশকের ব্যবহার, বীজ ব্যবস্থাপনা, বীজের গুণগত মান ঠিক রাখা, কৃষকদের অধিকার আদায় নিয়ে আলোচনাসহ সংগঠন পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করার পাশাপাশি কৃষকেরা সঠিক উপায়ে খাদ্য উৎপাদন করছে সেটাও তদারকি করতে হয়। কৃষিতে নিয়োজিত নারীদের কৃষক হিসেবে স্বীকৃতি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেয়া সমাজ ও সময় সচেতন এই কৃষক নেত্রী স্বপ্ন দেখেন, বিপুল সম্ভাবনাময় বাংলাদেশে আগামীতে এমন কৃষক নেতা তৈরি হবে যিনি শুধু ১৬টি দেশ নয়, সারা বিশ্বের কৃষকদের নেতৃত্ব দিতে সক্ষম হবেন।

বিষয়: বিবিধ

৮৫৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378886
২০ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:৪৩
স্বপন২ লিখেছেন : ধন্যবাদ /

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File