পে-কমিশনের সুপারিশ এবং বাস্তবতা

লিখেছেন লিখেছেন এম এ আলিম খান ০৩ জানুয়ারি, ২০১৫, ০৯:১২:০৫ রাত

পে-কমিশন সুপারিশ করেছে সর্বনিম্ন বেসিক ৮,২০০ আর সর্বাধিক ৮০,০০০ টাকা। সুপারিশ এখন বাস্তবায়ন হয়নি, তবে খুব দ্রুত হবে। কারণ যেহেতু সুপারিশ এসেছে, সরকার ক্ষমতায় থাকার জন্য এই সুপারিশ বাস্তবায়ন করবেই। যে হারে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছ তাতে তেলো মাথায় আরও বেশি করে তেল দেওয়া হয়েছে। এই বৈষম্য কমানো উচিত। আর এই সুপারিশ বাস্তবায়নের আগেই বাজারে জিনিষপত্রের দাম বেড়ে গেছে। যারা সরকারি চাকরী করেনা তাদেরতো বেতন দ্বিগুণ হবে না, কৃষক, দিনমজুরের বেতনতো দ্বিগুণ হবেনা। যাদের অর্থ দিয়ে সরকার বেতন দিবে তাদের লাভ বা মজুরিতো দ্বিগুণ হবে না, তারা ঘুষ খাবেনা। অথচ যাদের বেতন বাড়ানো হবে তাদের মধ্যে যারা ঘুষ খায় তাদের ঘুষ খাওয়াতো বন্ধ হবেনা। সাধারণ মানুষের কথা কোন সরকার ভাবেনা, সবাই নিজেদের মসনদের কথাভাবে। বারবার সংবিধানের কথা বলে কিন্তু ঐ সংবিধানেইতাে সাধারণ মানুষের অধিকারের কথা বলা আছে, একথা কেউ বলেনা।

বিষয়: বিবিধ

১২৮২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299148
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৪৮
হতভাগা লিখেছেন : সরকার যন্ত্র আর সেনাবাহিনীকে বাগে রাখতে পারলে আর কি লাগে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File