আইন শৃঙ্খলা বাহীনি কি পারবে নিরপেক্ষ থাকতে?-গন আতংকের ৫ই জানুয়ারী

লিখেছেন লিখেছেন রাজ্পুত্র ০৩ জানুয়ারি, ২০১৫, ১০:৪৬:৪৪ রাত



-বিএনপি কার্যালয়, পল্টন, ঢাকা

৫ই জানুয়ারী আইন শৃঙ্খলা বাহীনি কি পারবে নিরপেক্ষ থাকতে? এ প্রশ্ন আমার মনে হয় সচেতন যে কোন দেশপ্রেমিকে জনতার। অবশ্য অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন। কারন সবাই দেশকে ভালবাসেনা ! যারা দেশের চেয়ে কোন বিশেষ রাজনৈতিক দলকে বেশী ভালবাসে তারা আমার সাথে একমত হবেননা এটা নিশ্চিত। সাম্প্রতিক হিসাবে ১/১১ এর পর ২ বছর কিছুটা নিরপেক্ষ থাকলেও তার পর থেকে আইন শৃঙ্খলা বাহীনির নিরপেক্ষ আচারন চোখে পড়েনি! এটা অবশ্য আইন শৃঙ্খলা বাহীনির অপারগতাও বলা যায়। তারপরও সারা দেশের আতংকগ্রস্ত জনগনের প্রত্যাশা আইন শৃঙ্খলা বাহীনি নিরপেক্ষ থাকবে! যদিও এমন কোন আলামত নেই। বরং এর উল্টো আলামত ব্যাপকভাবে লক্ষনীয়। যেমন কয়েকটি ঘটনা উল্লেখযোগ্য-

বিএনপি নেতাদের গ্রেফতারে ডিএমপির সাঁড়াশি অভিযান শুরু

৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশের অনুমতির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এখনো সাড়া পায়নি বিএনপি। আজ শনিবার দুপুরে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়ে ঊধ্বর্তন কর্মকর্তাদের না পেয়ে ফিরে যায়। বিএনপি বলছে, অনুমতি না পেলেও ৫ জানুয়ারি নির্ধারিত কর্মসূচি পালন করবে।- দৈনিক প্রথম আলো-Click this link

ইতিমধ্যে সমাবেশের অনুমতির জন্য লিখিত আবেদন করে কয়েকদফা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দায়িত্বশীল কর্মকর্তারদের সঙ্গে দেখা করেছেন বিএনপি নেতারা। কিন্তু নাশকতার আশঙ্কার কথা বলে অনুমতির বিষয়টি এখনও নিশ্চিত করেনি ডিএমপি। দলটি সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এবং মতিঝিল শাপলা চত্বর চেয়েছে।-Click this link

সামনে রক্ত ও বারুদের গন্ধ দেখছি -ফরহাদ মজহার

‘সাংবাদিক সরলেই বিএনপি অফিসের তালা ভাঙতে চায় পুলিশ’

উপরোক্ত কোন খবরই আইন শৃঙ্খলা বাহীনির নিরপেক্ষতার লক্ষন নয়। এসব প্রশ্নের উত্তর সাধারন জনগন কার কাছে চাইবে? এসব প্রশ্নের উত্তর দেবার কেউ নেই। কারন জনগনের ভোটে নির্বাচিত কোন জন প্রতিনিধি নেই।

৫ জানুয়ারি কাগুজে বাঘদের খুঁজে পাওয়া যাবে না : হানিফ

আপনি নির্বাচন ছাড়া এমপি, আপনার .... তোফায়েলকে পার্থ

এছাড়াও চলছে দুদলের কথার লড়াই। কেউ আইন শৃঙ্খলা বাহীনির উপর ভর দিয়ে কথা বলছে কেউ জনগনের উপর আস্থা রেখে কথা বলছে।

যে যাই বলুক আমাদের সাধারন জনগনের চাওয়া আইন শৃঙ্খলা বাহীনি নিরপেক্ষ আচরন করবে। কারন তারা বাংলাদেশের সাধারন জনগনের টাকায় চলে। অন্য কোন রাষ্ট্র থেকে তাদের বেতন-ভাতা আসেনা।

বিষয়: বিবিধ

১০৬২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299037
০৩ জানুয়ারি ২০১৫ রাত ১১:২৫
শেখের পোলা লিখেছেন : যারা আল্লার দেওয়া জীবন, শরীর, ক্ষমতা, সম্পদকে অস্বীকার করে তাদের কাছে জনগনের টাকাতো নয়ই জীবনকেও কেয়ার করেনা৷ আল্লাহ বলেন, যা কিছু ঘটবে তা তার দফতরে লেখাই আছে, আর তা যার যার কর্মফল৷ তাই অপেক্ষাই শ্রেয়৷
০৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০২
242246
রাজ্পুত্র লিখেছেন : অসাধারন লিখেছেন ভাই। সহমত আপনার সাথে । তবে সকল সচেতন মানুষের উচিত সত্যকে সত্য বলা আর মিথ্যাকে মিথ্যা বলা। মিথ্যার কাছে মাথা অবনত করা উচিত নয়। Good Luck
299076
০৪ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৪৬
রক্তলাল লিখেছেন : নিরপেক্ষ থাকল কিনা তা তোয়াক্কা করেনা সংগ্রামীরা।

বৃটিশ, পাকিস্থানী বাহিনী নিরপেক্ষ ছিলনা।

মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামীরা কোনো বাধা মানেনা!


০৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
242247
রাজ্পুত্র লিখেছেন : ১০০% সত্য কথা বলেছেন ভাই। সত্য প্রতিষ্ঠার সংগ্রামকে কোন বাধাই থামাতে পারেনা। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।Good Luck
299129
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ১০:০৬
হতভাগা লিখেছেন : বিএনপি বরাবরের মতই লেজ গুটিয়ে পালাবে এবং গর্ত লুকাবে


০৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
242248
রাজ্পুত্র লিখেছেন : হতাশা জীবনকে শুধু নীচেই নামাতে থাকে। তাই হতাশ হবেননা ভাই। বাংলাদেশ একদিন সুন্দর দেশ হবেই। নোংরা হানাহানি থেকে নিশ্চয় জনগন একদিন মুক্তি পাবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File