বাংলার মাটিতে জঙ্গিবাদের লীলাক্ষেত্র হতে দেবো না- প্রধানমন্ত্রী
লিখেছেন লিখেছেন tritiomot ০৩ জানুয়ারি, ২০১৫, ০৯:০৩:৫৬ রাত
জঙ্গীরা দেখতে কেমন, কয়টা মাথা , কয়টা নাক, কয়টা হাত, কয়টা পা তা বিশ্লেষনের দাবী রাখে।
যে সব দোষে দুষ্ট হলে জঙ্গী বলা হয়, সেই একই কাজ অন্য জন করলে সোনার ছেলে হয় কিভাবে?
সারা বাংলাদেশে সরকারের পুলিশ বাহিনীর ছত্র ছায়ায় হাজারো হাজারো অপকর্ম করে যাচ্ছে কথিত ঐতিহ্যের ধারক আওয়ামীলীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। হত্যা , খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল হেন কোনো কাজ নেই ছাত্রলীগের ছেলেরা করেনা। তবুও তারা সোনার ছেলে। মাঝে মাঝে সোনার ছেলেদের কার্যক্রম এতো বেশী আলোচিত হয় যে, তার বাবারা অথ্যাৎ আওয়ামীলীগ বিব্রতবোধ করেন। তবুও তারা জঙ্গী নয় , তারা সোনার ছেলে।
সোনার ছেলেদের অতি সম্প্রতি কিছু কর্মের নমুনাঃ
ক) মানুষকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা।
খ) র্কোট প্রাঙ্গনে হামলা করে আইনজীবিদের লাঠিপেটা।
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারন ছাত্র-ছাত্রীদের উপর লাঠিসহ পিস্তল দিয়ে গুলি করা।
ঘ) হিন্দুদের মন্দিরে হামলা চালিয়ে মুর্তিভাংচুর।
ঙ) ঢাকা বিশ্ববিদ্যালযের এস এম হলে প্রথম র্বষের ছাত্ররা ছাত্রলীগ করে কিনা তা যাচাইয়ের ব্যবস্থা হিসাবে সংশ্লিষ্ট এলাকার আওয়ামীলীগ নেতার প্রত্যয়ন পত্র আনার নিদের্শ প্রদান।
চ) ক্রেষ্ট নয়, নগদ টাকা দিন-হুইপ।
ছ) শিক্ষার্থীদের সংর্বধনায় স্মোকার মন্ত্রীর ফ্লিমী স্টাইলে সিগারেট পান।
জ) জাহাঙ্হীর নগর বিশ্ববিদ্যালয়ে রাতের বেলায় মেয়ে নিয়ে রাত্রি যাপন।
উপরের কাজগুলোকে প্রধানমন্ত্রী ধর্মনিরপেক্ষতার সপক্ষের কাজ বলে চিহিৃত করেছেন। যেকারনে তারা আজ সোনার ছেলে।
অপর পক্ষে, দাড়ী রাখা, টুপি পরা, পায়জামা পান্জাবী গায়ে দেয়া,নামাজ রোজা করা , সত্য কথা বলা, অন্যায়ের প্রতিবাদ জানানো, ইত্যাদি হলো জঙ্গীপনা কাজ। এগুলো করলে মানুষ জঙ্গী হয়ে যায়। প্রধানমন্ত্রী এই জঙ্গী দমনে বিশেষ অভিযান পরিচালনা করছেন। যৌথ বাহিনীর মাধ্যমে এই ধরনের লোকগুলিকে হত্যা করার পরিকল্পনা হাতে নিয়ে রাস্তাঘাটে প্রতিদিন দুই একটি জঙ্গীর লাস উপহার দিচ্ছেন।
দেখা যাক, এই সব জঙ্গীদেরকে দেশ থেকে নির্মূল করার বিষয়ে আল্লাহর সিদ্ধান্ত কি আছে ?
হযরত উমর (রা) ইসলাম গ্রহণ করেই জিজ্ঞাসা করলেন, “হে আল্লাহর রাসূল, বর্তমানে মুসলমানের সংখ্যা কত?”
মহানবী (সা) উত্তর দিলেন, “তোমাকে নিয়ে চল্লিশ জন।” উমর বললেন, “এটাই যথেষ্ঠ। আজ থেকে আমরা এই চল্লিশ জনই কা’বা গৃহে গিয়ে প্রকাশ্যে আল্লাহর ইবাদত করব। ভরসা আল্লাহর। অসত্যের ভয়ে আর সত্যকে চাপা পড়ে থাকতে দেব না।
”মহানবী (সা) হযরত উমরের এই সদিচ্ছার উপর হৃষ্টচিত্তে আদেশ দিলেন। হযরত উমর (রা) সবাইকে নিয়ে উলঙ্গ তরবারি হাতে ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিতে দিতে কা’বা প্রাঙ্গণে গিয়ে উপস্থিত হলেন।
মুসলিম দলের সাথে হযরত উমর (রা)-কে এভাবে কা’বা প্রাঙ্গণে দেখে উপস্থিত কুরাইশগণ যারপর নাই বিস্মিত ও মনোক্ষুন্ন হয়ে পড়লো। তাদের মনোভাব দেখে হযরত উমর (রা) পৌরুষকন্ঠে গর্জন করে বললেন, “আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, কোন মুসলমানের কেশাগ্র স্পর্শ করলে উমরের তরবারি আজ থেকে তোমাদের বিরুদ্ধে উত্তোলিত হবে।”
কা’বায় উপস্থিত একজন কুরাইশ সাহস করে বলল, “হে খাত্তাব পুত্র উমর, তুমি কি সত্যই মুসলমান হয়ে গেলে? আরবরা তো কদাচ প্রতিজ্ঞাচ্যুত হয় না। জানতে পারি কি, তুমি কি জিনিস পেয়ে এমন ভাবে প্রতিজ্ঞাচ্যুত হলে?”
হযরত উমর উচ্চকন্ঠে জবাব দিলেন, “মানুষ যার চেয়ে বেশী পাওয়ার কল্পনা করতে পারে না, আমি আজ তেমন জিনিস পেয়েই প্রতিজ্ঞাচ্যুত হয়েছি। সে জিনিস হল আল কুরআন।” হযরত উমর (রা)-এর এরূপ তেজোদীপ্ত কথা শুনে আর কেউ-ই কোন কথা বলতে সাহস পেলো না। বিমর্ষ চিত্তে কুরাইশরা সবাই সেখান থেকে চলে গেল।
অতঃপর মহানবী (সা) সবাইকে নিয়ে কা’বা ঘরে নামায আদায় করলেন। সেখানে মুসলমানদের এটাই প্রথম নামায। এর আগে মুসলমানরা অতি গোপনে ধর্ম কাজ করতেন। পোশাক-পরিচ্ছদের পার্থক্যও রক্ষা করতে পারতেন না। এজন্য কে মুসলমান, কে পৌত্তলিক তা চিনবার উপায় ছিল না। এ ঘটনার পর মুসলমানরা পোশাক-পরিচ্ছদ ও ধর্ম কর্মে পৃথক সম্প্রদায়রূপে পরিগণিত হলেন।
এ ঐতিহাসিক পরিবর্তন উপলক্ষে মহানবী (সা) হযরত উমরকে ‘আল ফারুক’ উপাধিতে ভূষিত করলেন।
বিষয়: বিবিধ
১৭২২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জংগীরা দেখতে ভদ্র ।পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ।মুরব্বীকে দেখলে সালাম দেয় ,অসম্মান করে না ।বেশীরভাগ সময় রাজপথে থাকে । ধন্যবাদ ।
খ) র্কোট প্রাঙ্গনে হামলা করে আইনজীবিদের লাঠিপেটা।
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারন ছাত্র-ছাত্রীদের উপর লাঠিসহ পিস্তল দিয়ে গুলি করা।
ঘ) হিন্দুদের মন্দিরে হামলা চালিয়ে মুর্তিভাংচুর।
এমন কাজ হাসিনার ছাত্রলীগের ছেলেরা করলে সোনার ছেলে অন্য কেহ করলে জংগী
বিশ্বজিতের প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে , প্রতিশোধ নিতে
মন্তব্য করতে লগইন করুন