সহজ কথা যায় না বলা সহজেঃ প্রসঙ্গ অপরাধী
লিখেছেন লিখেছেন এম এ আলিম খান ২৯ জুলাই, ২০১৬, ০২:৫৮:১৩ দুপুর
আমাদের বড় সমস্যা আমরা হুজুগে বাঙ্গালী। কেউ যদি বলে ঐ চিলে কান নিয়ে গেল, আমরা কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ায়। আর এ কাজে সহযোগিতা করে আমাদের দেশের কতিপয় মিডিয়া। এক বার চিলকে দেখাবে আর একবার আপনার পা দেখাবে আপনি কত জোরে দৌড়াচ্ছেন কিন্তু আপনার কান দেখাবে না। কি অদ্ভূত !
কেন সহজ সরল ছেলেরা জঙ্গি হচ্ছে?
কারা, কোথা্য়, কিভাবে এদের ব্রেন ওয়াশ করছ?
জঙ্গি হামলায় কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লাভবান হচ্ছে?
কারা পিছন থেকে আমাদের দেশটাকে নিয়ে খেলছে?
এসব বাদ দিয়ে -
কার বাবা-মা, আত্নীয় স্বজন কোন দল করে?
কে কোন স্কুল বা মাদ্রাসায় পড়েছে?
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বন্ধু কারা?
কাকে সে/তারা আইডল মনে করে?
এমনভাবে মানুষের মনে ঘৃণার বীজ বপন করছে তার আপনজন ঘৃণা লজ্জ্বায় তাদের লাশটি পর্যন্ত নিচ্ছে না। তাদের আপনজনদের সমাজে চলাফেরা কঠিন হয়ে পড়ছে। অমুকের বাবা, অমুকের ভাই ইত্যাদি।
হাজার হাজার সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি, দুর্নীতিবাজ সারা দেশে ছড়িয়ে আছে। তাদের বাবা-মা, আত্নীয় স্বজনদের কেউতো বলছে না অমুক বা অমুক সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি, দুর্নীতিবাজের বাবা বা ভাই/বোন/ আত্নীয়।
আমাদের একটি কথা মনে রাখা উচিত পাপী অর্থাৎ জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি, দুর্নীতিবাজ হয়ে কেউ জন্ম নেয় না। সমাজে বিভিন্ন অবস্থা বা পরিস্থিতিতে এরা পাপী অর্থাৎ জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি হয়ে যায়। এক্ষেত্রে সমাজ ও রাষ্ট্র কেউ দায় এড়াতে পারে না।
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন