মানুষ......

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২০ অক্টোবর, ২০১৬, ০৩:১০:৩১ দুপুর



এক একজন মানুষ আল্লাহর বান্দা সৃষ্ট প্রতিনিধি

মানুষের উচিত মান্য করা তাঁর প্রদত্ত বিধান বিধি।

প্রতিটি মানুষ নারীদের ফল, অসংখ্য প্রসববেদনা

হে মানুষেরা! কন্যা শিশু হলে মন খারাপ করো না।


মানুষের মর্যাদা, মানুষ হলো আশরাফুল মাখলুকাত

প্রবৃত্তির দাসেরা হয় তাগুতের কাছে কুপোকাত।

হে মানুষ! কেন তোমরা এত জালেম, অতাচারী,

তোমাদের কারণে জলে-স্থলে, অক্ষি কান্না ভারী।

-----------

এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হলেন নবী-রাসূলগণ

তাদের দেখানো পথ হেদায়েতের, শোন দিয়ে মন।

পৃথিবীর তাবৎ মানুষ স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী নয়

অবিশ্বাসীর একদিন ভুল ভাঙবে, জেনো নিশ্চয়।

পৃথিবীর মানুষেরা বিশ্বাসগতভাবে দু’ভাগে বিভক্ত

বিশ্বাসী-অবিশ্বাসী, অসংখ্য মানুষ পাপাসক্ত।

মু’মিনই সফল, চলো নবীদের দেখানো পথে

কেবল ইসলামই সেই পথ, মুক্তি আছে যাতে।

------------

দুনিয়ার মাঝে নারী-পুরুষ আল্লাহপাকের নিদর্শন

সবার তরে, তাঁর রহমত ঝরে, দিন-রাত অগণন।

মানবতার মুক্তির জন্য ইসলামেরই হোক বিজয়

যেমন আদমের কাছে হয়েছিল শয়তানের পরাজয়!

মানুষ যেন না হয় পথভ্রষ্ট, কুলাঙ্গার-বেঈমান

দিয়েছেন প্রিয় রাসূলের মাধ্যমে মহাগ্রন্থ কুরআন।

রোজ হাশরে হবে বিচার আল্লাহপাকের আদালত

কেউ যাবে জাহান্নামে, কেউ পাবে শান্তির জান্নাত।

-------------

হিসাব করবেন মহাহাকিম সব কাজের পাপ-পূণ্য

পূণ্যবানরাই জান্নাত লাভে হবেন ধন্য, ধন্য।

আফসোসের সেদিন থাকবে নাকো সীমা পাপীদের

শুরু হবে চির দুঃখ-কষ্টের, প্রজ্বলিত আগুনের!

=====

বিষয়: সাহিত্য

৮৮১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378885
২০ অক্টোবর ২০১৬ বিকাল ০৪:৪৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর লিখেছেন।
২২ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:০২
313874
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে..
378893
২১ অক্টোবর ২০১৬ রাত ০২:১৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু শ্রদ্ধেয় ভাইয়া।


কাব্যিক ছন্দে অতি মূল্যবান কথাগুলো চমৎকারভাবে উপস্থাপনের জন্য জাজাকাল্লাহু খাইর।


মহামহিম প্রভু আমাদের সবার হিসাব সহজতর করে দিন। আমীন।
২২ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:১৬
313875
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আপনার মূল্যবান ও প্রেরণাদায়ক মন্তব্যটির অনেক ধন্যবাদ ।জাযাকাল্লাহ!
378901
২১ অক্টোবর ২০১৬ রাত ০৮:৫২
২২ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:১৬
313876
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Good Luck Happy>- Good Luck Happy>- Good Luck
378913
২২ অক্টোবর ২০১৬ সকাল ০৫:১৫
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।
২২ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:১৮
313877
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকে সুস্বাগতম। ধন্যবাদ।
379058
২৫ অক্টোবর ২০১৬ দুপুর ০৩:১৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৭ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:৪০
313984
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
379171
২৮ অক্টোবর ২০১৬ দুপুর ১২:৪৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
Rose Rose Thumbs Up
পড়লাম, দোয়া করি, জাযাকাল্লাহ.. Praying Praying Praying
২৯ অক্টোবর ২০১৬ দুপুর ০২:৫১
314053
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ আপনার সহায় হোন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File