ইমান কী?

লিখেছেন লিখেছেন সোহেল মোল্লা ১৪ ডিসেম্বর, ২০১৪, ১০:৩১:১৩ সকাল

আসসালামু আলাইকুম।

আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাআলা বলেন

আমি জ্বিন ও মানুষ জাতি সৃষ্টি করেছি শুধু মাত্র আমার ইবাদতের জন্য। অর্থাৎ এখন আমাদের কে বুঝতে হবে যে ইবাদত কাকে বলে? ইবাদত মানে কী?

ইবাদত মানে হচ্ছে আল্লাহ আমাদের কে যা করার হুকুম দিয়েছেন তা পালন করা

এবং যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা।

এবার আমাদের কে দেখতে হবে আল্লাহ আমাদের কে কোন কোন কাজের আদেশ করেছেন।

এবং কোন কোন কাজ করতে নিষেধ করেছেন।

এগুলো জানতে হলে অবশ্যই আল্লাহর দেওয়া কুরআন অধ্যায়ন করতে হবে।

তা না হলে পুরা পুরি জানা অসম্ভব।

তার মধ্যে থেকে আমি তুলে ধরছি :

আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়েম আরো এবং যাকাত আদায় করো।

এবং আরো বলছেন :

রোজা রাখো হজ্জ করো। ইয়াতিম মিসকীনদের সাথে ভালো ব্যবহার করো।

এবং আরো বলেছেন দ্বীন ইসলাম কে প্রতিষ্ঠিত করো দুনিয়ার জমিনে।

আমি শুধুমাত্র এগুলো তুলে ধরলাম।

এবার

একটু আলোচনা করা যাক।

আল্লাহ বললেন নামাজ কয়েম করো।

নামাজ এমন একটা বিষয় যা ইসলামের ইবাদতের মুল কাজ। আপনি যদি মুসলিম হিসেবে দাবি করেন

তাহলে নামাজ আদায় করতে হবে। আপনি মুসলিম কী না তা প্রমাণিত নামাজের মাধ্যমে।

আপনি নামাজ. আদায় করলেন না আপনি মুসলিম না।

আল্লাহর রাসুল বলেন ;

ইমানদার এবং কাফের এর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ।

ইমানদার নামাজ আদায় করে

কিন্তু কাফের নামাজ আদায় করে না।

চলবে

বিষয়: বিবিধ

১১১৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295644
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:২৫
সোহেল মোল্লা লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File