ফিরে এসো
লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ০৫ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:২৩:০৪ রাত
ফিরে এসো কুয়াশাচ্ছন্ন সেই
সবুজ জানালা হয়ে
হিমবায়ূ সাথে করে এনো
হিম হিম ঘোরে
খুলে রেখেছি সকল অর্গল
সবুজের টিপ পরিয়ে দিব তোমায়
হৃদয়ের উত্তাপে পুড়িয়ে দিব
তোমার আঙুল
পোড়া মাংসের যুগে বিনিময়ে দিও
একটুখানি হিমেল আবেশ
বিষয়: বিবিধ
৯২১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন