আমার পূরক তুমি
লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ২৯ জানুয়ারি, ২০১৫, ০৯:২৪:৪৮ সকাল
ছিন্ন পালকের মতোই ছিলাম
কখনও বা বিবর্ণ পথিক
উর্বশী হৃদয়ের উত্তাপে পোড়ালে আমায়
দিলে নি:স্বর্গে নিস্তব্ধতার আয়েশ
আজ আমি শিল্পীর ক্যানভাসে ছবি আঁকি
কবিতার শব্দ হই, ভাবতেই…
আকন্ঠ জলে ভিজে যায় কবিতার হৃদয়
দ্রষ্টা হতে চাইনা বন্ধু , আলোর মশাল হাতে
তোমারই সহযাত্রী হতে চাই
ভার-মর্যাদার, আমি লইতে পারি !
তারচে’ ঢের বেশি সইতে পারি
আরশিতে নিজের শ্রী দেখে ভেবে ছিলে
এ বুঝি আমারই মুখ !
হৃদ মন্দিরে তোমার হৃদয়া হেয়েছি
এ আমারই পরম সুখ ।
বিষয়: সাহিত্য
৯৪৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নারী বন্দনা ভালই হয়েছে । এই নিন , এটা নিয়ে কৃতার্থ হউন।
মন্তব্য করতে লগইন করুন