কবি নই শিল্পী ও নই

লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ১১ জানুয়ারি, ২০১৫, ০১:০৫:৪৫ দুপুর

আমি কবি-ভুলেছি এই নাম

প্রকৃতি যেখানে খেলে যেতো আপন ছন্দে

রেখে যেত কিছ রেখ্যছাপ

যেখানে নেমে আসতো তারার আশীর্বাদ

যেখানে কোন আগুনে পুড়ে পুড়ে

আলোড়িত হতো সত্তা

সেখানে এখন কেবল খেলো সংসারের

দুষ্টু কোলাহল

আমি কবি নই,কপটচারী

শিল্পী নই,নই অরণ্যচারী

যেখানে নৃত্য করে অক্ষরের গান

যেখানে গিরি নির্ঝরেরমতো ঝরে

বৃষ্টির আয়েস,ফোটে নিশগন্দ্ধা

নদি আসে নারি আসে

আসে তার এলাচ-দারুচিনি

সেখানে নেই আমি, নেই তার কেনোখানে

বিষয়: সাহিত্য

৯৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300152
১১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এত কঠিন করে কবিতা লেখেন কেরে? কিছুই তো বুঝপার পারল্যাম না। At Wits' End
১২ জানুয়ারি ২০১৫ রাত ১০:৫৭
243040
নাজমুল আহসান লিখেছেন : কবিতা আসলে কবিতার মতোই হয় ।কবিতা সহজ বা কঠিন হয়না । ধন্যবাদ, কবিতাটি পড়ার জন্য ।
300166
১১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৮
অনেক পথ বাকি লিখেছেন : বেশ ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
300336
১২ জানুয়ারি ২০১৫ রাত ১০:৫৯
নাজমুল আহসান লিখেছেন : অনেক অনেক শুভ কামনা ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File