হায়রে রাজনীতি
লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ০২ জানুয়ারি, ২০১৫, ০৭:১৫:২৮ সন্ধ্যা
রাজনীত, এটি ছিল রাজার নীতি
এখন এটি পাতকনীতি
হায়রে কাঠাল ভাঙ্গারনীতি!
সহজ-সরল এ জাতি, গুটি কয়েক
পাতকের হাতে বন্ধী
মানবতা ডুকরে কাঁদে
যৌবনের ঘুড়ি হতাশার
জ্বরে কাঁপে
এখানকার সুকুমার
স্বপ্নের কুহক ছড়ায়,
অবশেষে…
নৈরাজ্যের চোরাবালিতে ডুব দেয়
দেয় আত্ম চিৎকার!
বিষয়: সাহিত্য
১৪৭৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাতক শব্দটার সাথে এই প্রথম পরিচিত হলাম । পাতক মানে কি ?
মন্তব্য করতে লগইন করুন