গাণিতিক প্রকাশ
লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ০১ জানুয়ারি, ২০১৫, ০১:০৯:২০ রাত
তোমার আমার সঙ্গমক্ষণে
বেজে উঠে যদি স্বার্থিক সাইরেন
কী হবে তবে জীবনের গানিতিক প্রকাশে?
জিঘাংসার গহ্বরে নুড়ির মতো
ছুঁড়ে ফেলতে হয় যদি প্রানের উচ্ছ্বাস
তবে কেন এই রাক্ষুসে সংস্কার?
বাসনার রঙ দিয়ে সুচাগ্রে
রচা যায় যদি প্রোমোদ বাসর
মাতাল প্রাসাদে কেন তুমি ক্ষয়িষ্ণুচাঁদ হবে?
বিষয়: সাহিত্য
৯১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন