ছুঁয়ে দিলেই
লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ৩০ ডিসেম্বর, ২০১৪, ০১:২৫:৪৫ রাত
ছুঁয়ে দিলেই নদিতে জোয়ার আসে
সর্পিলতরঙ্গ ছুটে যায় অনুরাগের ভূমে
ছুঁয়ে দিলেই ছলকে উঠে রক্ত
ফণা তুলে ফনিমনসা
চলে পূজোর আয়োজন
ছুঁয়ে দিলেই বদলে যায় আকাশের রঙ
চমকে উঠে বিজলী
ঘুচে যায় বিভেদ আকাশ মৃত্তিকার
ছুঁয়ে দিলেই কুসুম উচ্চারণগুলোতে বাজে
মদিরার বাঁশি
প্রস্ফুটিত হয় গোলাপের কুঁড়ি
ছুঁয়ে দিলেই নিবিড় নিকট থেকে
ভেসে আসে দূরাগত জাপরানি সুবাস
ছুঁয়ে দিলেই………………….
বিষয়: সাহিত্য
৯৯৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন