বেদনা
লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ২৭ ডিসেম্বর, ২০১৪, ০৮:৫১:৩৮ রাত
আহারে বেদনা-
তোর নীলাভ আঁচলে গুঁজে মুখ
যত সুখ পাই সন্জিবনী সুধা
বেঁচে আছি বেঁচে থাকি তুলে পাল
তোর স্রোতস্বিনী নদে
নদি ভাঙ্গে কুল ভাঙ্গে ভাঙ্গেনাতো সুর
সুদুর সুরের দেশে জোনাকিরা ছুটে আসে
তেড়ে আসে হাঙ্গরের থাবা তবু-
ফিরেনা চেতনা তার
ভাঙ্গেনাতো ঘুম বেদনার
বিষয়: বিবিধ
৯১১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন