প্রথম পাঠ
লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ২৪ ডিসেম্বর, ২০১৪, ০১:২০:০১ রাত
আমি ছিলাম চৈত্রের কাকের মতো।
তেজপাতার মতো পাতলা দুটি পায়ে ভর করে
তুমি এলে। বললে তোমার কথা যত।
তোমার জ্ঞানের কথায় আমার মন ছিলনা
আমি কান দিয়ে নয়, চোখ দিয়ে শুনছিলাম তোমার কথা।
লাল টক টকে আবির মাখা মুখ
বড় বড় নীল দুটি তীক্ষ্ণচোখ
পুরুষ্টু গরদানে সোনার মটরদানা হার
গোড়ালি ছুঁই ছুঁই করা রেশম চুলের বাহার
নাকের ডগায় চিনির দানারমতো জর্দাঘাম!
আমি অদ্ভুত সুখে আদবোজা চোখে তোমায় দেখছিলাম।
মাথা নোয়াবার তালে টিংলিং করছিলো তোমার
কানের ওই ঝুমকোদুল।
দখিনাবাতাস,ঠুংরিরমোচড়,তবলারবোল
সবকিছুই তাই আবোল তাবোল!
তুমি হাসছো তোমার চোখ হাসছে চুড়ির রিনিঠিনি বাজিতে
কোটিমানুষ কোটি জগতে
আমি ছিলাম তোমার পাগল করা হাসিতে।
সে আমার প্রথম প্রেমের প্রথম পাঠ-
প্রথম বর্ষারজল মোর চৌচিরে জমিতে।
বিষয়: বিবিধ
৯৩২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন