কেন অবাক হব! সবাই আমরা সুন্দরের পূজারী
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১১ আগস্ট, ২০১৫, ০৩:২০:৫৯ দুপুর
অবিশ্বাস্য হলেও সত্য! খুলনা জেলার কয়রা উপজেলা বিএনপি ও জামায়াতের পাঁচ শতাধিক নেতা-কর্মী গতকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এর মধ্যে অন্তত ১০ জনের বিরুদ্ধে নাশকতাসহ রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে। নতুন যোগদানকারী নেতা-কর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে দলে যোগদান করেন। বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের আওয়ামী লীগে যোগদানের সত্যতা স্বীকার করে কয়রা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম মোহসীন রেজা বলেন, যাদের বিরুদ্ধে নাশকতা বা রাষ্ট্রদ্রোহ মামলা আছে তাদের দলে নেওয়া হয়নি। এ ধরনের যোগদান দলের জন্য কল্যাণ বয়ে আনবে। দেশের মানুষ বিএনপি-জামায়াতের আচার-আচারণ, কার্যকলাপ হাড়ে হাড়ে বুঝতে পেরে সত্য ও সুন্দর পথের দিশারী হতে চাইছে। তারা এখন বর্তমান সরকারের দিকে ঝুকে সহয়তার হাত বাড়িয়ে দেশ ও জাতিকে সমৃদ্ধির দিকে নিতে চাইছে। বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচিতিকে আরো বাড়াতে চাইছে।
বিষয়: বিবিধ
৮৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন