সব দোষ জঙ্গীদের উপর চাপাবেন না, ফায়দা কিন্তু লুটছে নেপথ্যে কেউ..
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ১১ আগস্ট, ২০১৫, ০৩:১৯:২৯ দুপুর
বিচ্ছিন্ন বা যেভাবেই হোক, কোন ব্লগার (নাস্তিক ব্লগার) মারা যাওয়ার পর যেভাবে একশ্রেণীর গোষ্ঠী শুধু জঙ্গী জঙ্গী বলে দোষ চাপান, নেপথ্যে তো আরো ঘটনা থাকতে পারে। ইতিমধ্যে নীলয়ের স্ত্রীকে নিয়ে বিভিন্ন গুঞ্জন রটছে। সত্য-মিথ্যা উদঘাটন করা কর্তৃপক্ষের কাজ। কিন্তু মিডিয়া যদি জঙ্গী তত্ত্ব বলে সব তাদের উপর চাপান তাহলে ভিন্ন খাতে তা প্রবাহিত হয়। ঘটনা ঘটার পর ফায়দা কার পক্ষে যায়, সেটা বের করা প্রয়োজন। নাস্তিক ব্লগার মরলে কার লাভ ?
মনে রাখা দরকার জঙ্গীদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। কিন্তু নাস্তিক ব্লগারদের টার্গেট ইসলাম, আল্লাহ ও রাসূল (সা) এবং ইসলামের বিবি-বিধান, ইসলামী ব্যক্তিত্বগণ।
ইসলাম আজ সব দিক থেকে যেন মজলুম। জঙ্গীদের কারণে, নাস্তিক ব্লগার, চিহ্নিত ইসলাম বিরোধীগণ, ইসলাম বিকৃতকারীগণ সহ আরো বিভিন্ন কারণে।
সুতরাং আমাদেরকে কারো উপর দোষ চাপানোর ব্যাপারে যদি হীন স্বার্থ কাজ করে তাহলে নেপথ্যে কেউ ফায়দা লুটবেই। আর যারা ইসলামের শত্র“, স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্র“ তারাই ব্লগার হত্যা করতে পারে।
এ ব্যাপারে কারো দ্বিমত থাকার অবকাশ খুব একটা নেই।আর জঙ্গীপনায় ইসলামের কোন কল্যাণ নেই।
=====
বিষয়: বিবিধ
১৩৮৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
থাবা বাবার পর এইটা আবার কোন বাবা ?
আপনাকে ধন্যবাদ...
মন্তব্য করতে লগইন করুন