সরকারের বিপক্ষে জোরে নাড়া দিতে গেলে নিজেরাই কি কাঁচের মতো ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে?

লিখেছেন লিখেছেন মশা০০৭ ১১ আগস্ট, ২০১৫, ০৩:১৯:০২ দুপুর



বন্দুকের জোরে জন্ম নেওয়া বিএনপির পক্ষে মাঠের রাজনীতির শিক্ষক আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানো সম্ভব নয়। সরকারের বিরুদ্ধে যে পদক্ষেপই তারা গ্রহণ করুক, তা হিতে বিপরীত হতে বাধ্য। দলের ভিতরকার বহু-আদর্শিক গোষ্ঠীগুলির মধ্যে যে ‘ওথেলো সিনড্রোম’ দেখা দিয়েছে, সরকারের বিপক্ষে জোরে নাড়া দিতে গেলে নিজেরাই তখন কাঁচের মতো ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে। এত সব বাস্তবতার পরও খালেদা জিয়া বিতর্কিত তারেককে দেশের নির্বাহী প্রধান বানানোর স্বপ্ন দেখেন। সেটাই স্বাভাবিক। তারেককে দলের চেয়ারপারসন করতে বাধা নেই। তিনি প্রবাসে থাকেন এবং দলের সিনিয়র নেতৃত্বের সম্মতি তাতে নাও থাকতে পারে, তবু তাতে কিছু যায় আসে না। অনুমান করা যায় বিএনপি যখনই অফিসিয়ালি তারেকের হাতে চলে যাবে, তখনই কোষ-বিভাজন প্রক্রিয়ার মতো ভেঙে জাতীয় পার্টির অনুসরণে ছোট ছোট দলে পরিণত হবে। তাতে বিলম্ব হলেও ২০১৯ সালের সম্ভাব্য জাতীয় নির্বাচনের আগেই যে জনগোষ্ঠীকে বিএনপি প্রতিনিধিত্ব করে, তাদের কাছে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। এমনকি দেশের বাইরে দলটির যে সকল বন্ধু রয়েছে, তাদের কাছেও ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার বিষয়টি ত্বরান্বিত হবে। বিএনপির নেতাদের একটি মাঝারি অংশের নিরব সমর্থনও তাদের প্রতি রয়েছে। উল্লিখিত শ্রেণির প্রতিনিধিরা মূলত ২০০১-২০০৬ পর্যন্ত বিএনপির কলঙ্কিত অতীত, দলের ভিতর বেগম জিয়ার স্বেচ্ছাচারিতা, অপরিপক্ব তারেকের ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং তার হাতে সম্ভাব্য বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা করেই আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিচ্ছেন না। একই সঙ্গে কর্মতৎপর শেখ হাসিনার গত এবং বর্তমান শাসনামলে দেশের অর্থনৈতিক চেহারার পরিবর্তনটি মানুষকে শান্ত করে রেখেছে।

বিষয়: বিবিধ

৭৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File