১৫ আগস্ট জন্মদিন পালনের জনরোষ কাটাতে কৌশলে লন্ডন সফর

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১১ আগস্ট, ২০১৫, ০৩:১৫:৫৩ দুপুর

১৫ আগস্টের আগে বেগম খালেদা জিয়ার এই সফর একদিকে যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে এর রাজনৈতিক তাৎপর্যও অনেক। কারণ ১৫ আগস্টের আগে তিনি লন্ডন চলে গেলে এবারই প্রথম ঘটা করে তার জন্মদিন পালন করা হবে না। বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা এবার ১৫ আগস্ট খালেদা জিয়াকে জন্মদিন পালন করার ব্যাপারে নিরুৎসাহ করছেন। দেশের রাজনীতিতে বড় দুটি দলের মধ্যকার চলমান উত্তেজনা কমানো দরকার। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের দিন জন্মদিন পালন দেশের সাধারণ মানুষও ভালোভাবে নিচ্ছে না বলে তাদের মত। এ ব্যাপারে এবার শেষ পর্যন্ত খালেদা জিয়া নমনীয় হতে পারেন। আর এ কারণে শেষ পর্যন্ত তিনি লন্ডনে বসবাসরত বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য সেখানে যাওয়ার চিন্তাই করছেন। দেশে থাকলে ১৫ আগস্ট জন্মদিন পালন না করা কৌশলগত কারণেই কিছুটা কঠিন। কারণ প্রথমত, দলের অতি উৎসাহী নেতাকর্মীরা ফুলের তোড়া ও কেক নিয়ে গুলশান কার্যালয়ে হাজির হয়। দ্বিতীয়ত, জন্মদিন পালন করা হবে না- এ কথা আনুষ্ঠানিকভাবে প্রচার করাও কঠিন। মা-ছেলের মধ্যে লন্ডনে দেখা হওয়ার মধ্য দিয়ে বিএনপির অনেক ইস্যু নিষ্পত্তি হতে পারে। এমনকি রাজনীতি ছেড়ে তারেক রহমান নতুন জীবন শুরু করতে পারেন।

বিষয়: বিবিধ

৮৪২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335167
১১ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩৬
বেআক্কেল লিখেছেন : ১৫ আগষ্ট যাদের জন্ম হইবে, তাইলে কি তারা মহাপাপিষ্ট! নাকি সেদিন মাতৃগর্ভের জন্ম পর্দা স্কচ টেপ দিয়া আটকাইয়া রাথিতে হইবে? দুনিয়াটা কেমন জানি হইয়া গেল গা!
335168
১১ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩৭
হতভাগা লিখেছেন : খালেদাকে আর ঢুকতে না দিলেই দেশের জন্য মঙ্গলজনক হবে ।
335185
১১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩৯
বার্তা কেন্দ্র লিখেছেন : মালেক উকিল চাচাও লণ্ডনে গিয়া ইতিহাস হয়েছিলেন, মনে আছে আরো কী বলেছিলেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File