একের পর এক ফোনালাপ ফাঁসে উঠে আসছে বিএনপির পেটের কথা!

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২১ জুন, ২০১৫, ০৩:৩১:১১ দুপুর

২০১৩ সালে খালেদা জিয়ার আর একটি অডিও ফাঁস হয়। যাতে ছিল ২০১১ সালের ১৮ ডিসেম্বর রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশের প্রস্তুতি হিসেবে শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকে দেয়া নির্দেশনামূলক বক্তব্য। এরপর ২০১৪ সালে খবরের শিরোনাম হয় তারেক রহমান ও শমসের মবিন চৌধুরীর ফোনালাপ ফাঁসের ঘটনা। তাদের মধ্যে কথা হয় প্রায় ১০ মিনিট। এতে আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভূমিকার সমালোচনা করেছিলেন তারেক রহমান। তবে সবচেয়ে বেশি আলোচিত ফোনালাপ ফাঁসের ঘটনা ঘটে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে। ঐ সময় যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সঙ্গে কথা বলেন ডাকসুর সাবেক ভিপি এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ফোনালাপে সরকার বিরোধী আন্দোলন, নাগরিক ঐক্যকে বিএনপির সহযোগিতা দেয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রায় ২৩ মিনিট কথা হয়। ঐ ফোনালাপে সেনাবাহিনীকে নিয়ে উসকানি মূলক বক্তব্য দেওয়া হয়। এরপর বিএনপি নেতাদের ফোনালাপ ফাঁসের পরের ঘটনা ঘটে ২৮ এপ্রিলের সিটি নির্বাচন বর্জনের সময়। ফাঁস হয় ঢাকা উত্তরের নির্বাচন সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের ফোনালাপ। এরকিছুদিন পর ফাঁস হয় মওদুদ আহমদের আর একটি ফোনালাপ। গত ৮ মে দুপুরে তিনি ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। দুই মিনিট ৮ সেকেন্ডের কথোপকথনে বিএনপির বর্তমান পরিস্থিতি, খালেদা জিয়ার নেতৃত্ব, জামায়াতের সঙ্গে জোটের সম্পর্কসহ সার্বিক বিষয় নিয়ে কথা হয়। ফোনালাপ ফাঁস হওয়ার পর বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন মওদুদসহ বিএনপি। দলের বিভিন্ন পর্যায়ে তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। এরপর ফাঁস হয় যুবদলের একজন কেন্দ্রীয় নেতার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমানের ফোনালাপ। সবশেষ একজন থানা পর্যায়ের বিএনপি নেতার সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের ফোনালাপ ফাঁস হয়। পছন্দমতো কথা হলেই তা লুফে নিচ্ছে আক্রশি বিএনপি নেতাকর্মীরা। দলীয় কোন্দালে ব্যক্তিগত আলাপচারিতা ফাঁস হওয়ার ঘটনা বিএনপি নেতাদেরকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। ফোনালাপ নিয়ে দলের মধ্যে অনেকে সরব হয়ে ওঠায় মাঝে মধ্যে অন্য নেতাকর্মীদের রোষানলে পড়তে হচ্ছে তাদেরকে। তবে মজার ব্যাপার হচ্ছে-ফাঁস হওয়া ফোনালাপে দলের ভেতরকার অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসায় এগুলো এখন টক অব দ্য বিএনপিতে পরিণত হয়েছে।

বিষয়: বিবিধ

৯২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File