সিরিজ জয়োৎসবের ঘুড়ি উড়ছে বাংলাদেশে
লিখেছেন লিখেছেন মশা০০৭ ২১ জুন, ২০১৫, ০৩:২৭:৪৮ দুপুর
এমন টিম বাংলাদেশকে ভারত কখনো দেখেনি। বহুবর্ণিল আলোদীপ্ত উচ্ছ্বসিত বাংলাদশকে দেখেনি বলেই বিস্ময়ে স্তব্ধ সফরকারী ভারত। অথচ শক্তি-সামর্থ্য পরিসংখ্যানে ভারতের জয়জয়কার। তবে চলমান সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের জয়টি ছিল ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। বাংলাদেশ ঠিক যেভাবে আশা করেছে, স্বপ্ন দেখেছে; ঘটেছে তাই। আর এখন দ্বিতীয় ম্যাচ নিয়েও বাংলাদেশীদের সিরিজ জয়োৎসবের স্বপ্ন-প্রত্যাশার ঘুড়ি উড়ছেই। ভারতের বিপক্ষে কালজয়ী বিজয়ে আনন্দে ভাসছে বাংলাদেশ। উৎসব-আমেজের আবহেও আশ্চর্যজনকভাবে গা ভাসাতে নারাজ টিম বাংলাদেশ। অনুশীলনেও সবাই শান্ত এবং পুরোদস্তুর সিরিয়াস; নিজ নিজ ধ্যানে। ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে। আমরা আশাবাদী, বাংলাদেশ আরও ভাল খেলবে। সিরিজ জয়োৎসবের ঘুড়ি উড়াবে বাংলাদেশে।
বিষয়: বিবিধ
৮৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন