নিজামী-মুজাহিদরা যে অপরাধ করেছে, তা বর্ণনার অতীত। সর্বোচ্চ শাস্তিও তাদের জন্য যথেষ্ট নয়

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২১ জুন, ২০১৫, ০৩:২৪:২৫ দুপুর



আদালতে গেলেও আইনের ফাঁক ফোকর গলিয়ে ইতিহাস অস্বীকার করা আইনের এক ধরনের অপব্যবহার। ইতিহাসের সত্য প্রতিষ্ঠা করাই আইনের কাজ, যেটি স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত মামলায় বিচারপতি খায়রুল হক করেছিলেন। নিজামী-মুজাহিদ এরা শিক্ষকদের হত্যা করেছেন। কোন অজুহাতে তাদের দণ্ড হ্রাস, কেউ মেনে নিতে পারে না। আইনের দোহাই দিয়েও। আমরা সবশেষে বলতে চাই, নিজামী-মুজাহিদরা যে অপরাধ করেছে, তা বর্ণনার অতীত। কিভাবে একটির পর একটি আঙ্গুল, হাত-পা কেটে, চক্ষু উৎপাটন করে, গায়ের চামড়া তুলে নুন-মরিচ দিয়ে, অত্যাচার করেছে, উল্লাস করেছে। সাদেক খান টাইপের লোকজনের মা, মেয়ে, বোন, স্ত্রীকে যদি আলবদরদের হাতে তুলে দেয়া হতো, তাহলে তারা বুঝতেন বেদনা কী, অবশ্য এ সব মানসিকতার লোক তাতে খুশি হতো। কারণ ধর্ষণ করলে পাকিস্তানীরাই তো করছে। মারহাবা! অত্যাচার করলে তো পাকিস্তানীরাই করেছে মারহাবা! মারহাবা! যারা রায় দেন তারাও যেন অনুধাবন করেন, গণহত্যার প্রত্যক্ষ সাক্ষী হয় না, ধর্ষণের সাক্ষী হয় না, এবং এ সব অপরাধের জন্য যাবজ্জীবন নামমাত্র শাস্তি। সেটি আইনের অপব্যবহার। আমাদের দেশে এ ধরনের একটি ঝোঁক বাড়ছে যে, খুনীদের মানবাধিকার রক্ষা করতে হবে, ভিকটিমের নয়। খুনীদের মৃত্যুদন্ড দেয়া যাবে না। যে মারা গেছে, সে তো গেছে। সে মরতে গেল কেন? দুঃখ এই যে, মুজাহিদ-নিজামী-সাকা চৌধুরী -মীর কাশেমের মতো খুনীরা সব জায়গায় পৃষ্ঠপোষকতা পেয়ে কষ্ট না পেয়ে মারা যাবে। সে জন্যই সর্বোচ্চ শাস্তিও তাদের জন্য যথেষ্ট নয়।

বিষয়: বিবিধ

১০৩৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326999
২১ জুন ২০১৫ দুপুর ০৩:৩৯
দুষ্টু পোলা লিখেছেন : ধন্যবাদ পিলাচ
327005
২১ জুন ২০১৫ বিকাল ০৪:৪৪
বার্তা কেন্দ্র লিখেছেন : ওরা দেশে না থেকে কলকাতায় গিয়ে স্ফুতি করে দেশে এসে মুক্তিযোদ্ধা সাজলে এই অবস্থা হত না! মাইনাস..
327031
২১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
শেখের পোলা লিখেছেন : ঘুঁটে পোড়ে আর গোবর হাঁসে,তারও একদিন আছে শেষে৷
327043
২২ জুন ২০১৫ রাত ১২:২৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ফালতু একটা পোস্ট না আছে কোনো তত্ত্ব না আছে কিছু দেত সময় নষ্ট
327054
২২ জুন ২০১৫ সকাল ০৮:১০
আল সাঈদ লিখেছেন : নিলর্জ্জতার প্রতিযোগিতায় ফাস্ট হওয়ায় আনন্দ নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File