বাবা দিবসে আব্বু কথন
লিখেছেন লিখেছেন আল হোছাইন ২১ জুন, ২০১৫, ০৩:৪১:২৭ দুপুর
১৭ জুন ২০০২, আমার জীবনের বৃহত্তম ট্রাজেডির দিন। জীবনের সবচে প্রিয়তম মানুষটিকে এদিন হারিয়েছিলাম। যার ছায়ায় বড় হতে চেয়েছিলাম, যার হাত ধরে পৃথিবী জয়ের স্বপ্ন দেখেছিলাম এদিন তিনিই আমাদেরকে ছেড়ে মহান প্রভুর সান্নিধ্যে চলে গিয়েছিলেন। শাহাদাত বরণ করেছিলেন। হ্যা, ১৭ জুন আমার আব্বুর শাহাদাত বার্ষিকী।
এলাকার সাধারণ মানুষগুলোর সুখ দুঃখের অংশীদার হয়ে ভালোই ছিলেন আব্বু। কায়েমি স্বার্থবাদিদের এ ব্যপারটি পছন্দ হয়নি। স্বার্থান্বেশী মহল আব্বুকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবার ষড়যন্ত্র করে। তারা চর্মচক্ষে খানিকটা সফলও হয়। ভাড়াটে সন্ত্রাসীরা আব্বুকে গুলি করে হত্যা করে।
আব্বুর প্রতি সাধারণ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ হয় শাহাদাতের পর থেকে। জানাজা ও স্বরণসভার দিনগুলোতে বুঝতে পারি আব্বুকে সবাই কতটুকু ভালবাসে! জামাত, বিএনপি আওয়ামিলীগ সহ সব দলীয় সাধারণ মানুষ জানাজা ও স্বরণসভায় অংশগ্রহন করে। দোয়া করে। আমাদের সহমর্মিতা জানায়।
গরীব অসহায়দের পাশে ছিলেন বলে এখনো অনেকেই তাদের দোয়াতে আব্বুর নামটি নিতে ভুলেন না। আমরা ছেলেরা এখনো নিযেদের নামের চেয়ে আব্বুর নামেই পরিচিত। আমাকে #Delwar দেলাওয়ার নামে যত লোকে চিনে তার চেয়ে বেশি লোকে চিনে শহীদ #আহমদ_কবিরের ছেলে হিসেবে। আসলে এব্যাপারটা আমাকে শুকরিয়া করতে শিখায়। আব্বুর পথে হাটতে শিখায়।
সর্বশেষ, সবার কাছে আব্বুর জন্য দোয়ার দরখাস্ত করছি। রাব্বানাজয়াল ক্বাবরাহু রাওযাতান মিন রিয়াজিল জান্নাহ।
বিষয়: বিবিধ
১৩৯৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন