বাংলাদেশ ও ভারতের রেলযোগাযোগে নতুন দিগন্ত

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১৭ জুন, ২০১৫, ০৫:৩৯:১৪ বিকাল



বাংলাদেশ ও ভারত রেল কানেকটিভিটিতে দুই দেশই অগ্রাধিকার দিচ্ছে ব্রিটিশ আমলে করা রেল রুটগুলোকে। যোগাযোগ উন্নয়নে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত নতুন ১৫ দশমিক ৫ কিলোমিটার সংযোগ রেলপথ নির্মাণ করছে ভারত ও বাংলাদেশ সরকার। তাছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ সম্পর্কের ক্ষেত্রে ছয় রেলপথ সংযোগে গুরুত্ব দিচ্ছে সরকার। এগুলো হচ্ছে আখাউড়া-আগরতলা, রোহনপুর-সিঙ্গাবাদ, রাধিকাপুর-বিরল, দর্শনা-গেদে, কুলাউড়া-মহিষাশন, চিলাহাটি-হলদিবাড়ী এবং বাংলাবান্ধা-শিলিগুড়ি রেলপথ সংযোগ। আগরতলা-আখাউড়া রেলপথ সংযোগের একটি লাকসাম-কুমিল্লা হয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দরের সঙ্গে যুক্ত হবে। আরেকটি রাজধানী ঢাকাকে যুক্ত করবে, যা কমলাপুর আইসিসিডি থেকে বঙ্গবন্ধু সেতু দিয়ে দর্শনা-গেদে হয়ে কলকাতার সঙ্গে যুক্ত হবে। আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত নতুন সংযোগ রেলপথ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের দুই গুরুত্বপূর্ণ প্রদেশ আসাম ও ত্রিপুরার সঙ্গে পশ্চিমবাংলার রাজধানী কলকাতা ও চট্টগ্রাম বন্দরের সরাসরি রেল সংযোগ গড়ে উঠবে। দুই দেশের মধ্যে প্রচলিত রেল রুটগুলোকে দ্রুত সংস্কারের মাধ্যমে উপযোগী হবে কানেকটিভিটি। বাংলাদেশ, ভারত ছাড়াও রেল যোগাযোগ সম্পর্ক নেপাল ও ভুটান পর্যন্ত সম্প্রসারণ হোক এটাই আশা করে বাংলার জনগণ।

বিষয়: বিবিধ

৮২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File