দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নকে ত্বরান্বিত করতে সবচেয়ে বড় আয়োজন আইসিটি এক্সপো-২০১৫ শুরু হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে
লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৭ জুন, ২০১৫, ০৫:৩৬:৪৬ বিকাল
দেশের তথ্য প্রযুক্তির সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশে আইসিটি এক্সপো-২০১৫ শুরু হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। মিট ডিজিটাল বাংলাদেশ আহ্বানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্র্বপতি মোঃ আবদুল হামিদ তিনদিনের এই মেলা ও প্রদর্শনী উদ্বোধন করেন। আইসিটি এক্সপো দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নকে ত্বরান্বিত করবে। ডিজিটাল বাংলাদেশ ও ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রযুক্তি খাতকে দেশের সবার অংশগ্রহণ নিশ্চিত করতে জনগণকে আইটি সম্পর্কে ধারণা দিতে সরকার বিভিন্ন কর্মসূচি পালন করছে। ‘বাংলা গভনেট ও ইনফো সরকার ফেজ-২’ প্রকল্পের মাধ্যমে সারাদেশে উপজেলা পর্যায় পর্যন্ত সরকারি অফিসকে একটি অভিন্ন নেটওয়ার্কের আওতায় আনা, সব সরকারি সেবাকে আরো জনবান্ধব করার জন্য এবং আমাদের ইতিহাস, ঐতিহ্যকে আরো ব্যাপক আকারে প্রচারের জন্য সারাদেশের প্রায় ২৫,০০০ সরকারি ওয়েবসাইট নিয়ে বিশ্বের বৃহত্তম ওয়েবপোর্টাল ‘জাতীয় তথ্য বাতায়ন’ উদ্বোধন হয়েছে। ১৪ হাজার ৭০০ তরুণকে লার্নিং এবং আর্নিং প্রকল্পের আওতায় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। সরকার আরও ৫৫ হাজার তরুণকে এই প্রশিক্ষণ দেবে। দেশীয় প্রযুক্তি শিল্পের টেকসই উন্নয়ন ও সম্ভাবনার প্রতিচিত্র তুলে ধরতেই এবার ভিন্নমাত্রায় আয়োজন বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫। তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা ও দক্ষতা উপস্থাপনের অনন্য ক্ষেত্র হবে এই এক্সপো।
বিষয়: বিবিধ
৭২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন