পরিচ্ছন্ন টিভি চ্যানেল চাই

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ১৭ জুন, ২০১৫, ০৬:২৫:২১ সন্ধ্যা

আমাদের টিভি চ্যানেলগুলো নির্লজ্জতা, বেহায়াপনা এবং অ-নৈতিকতার স্রোতে ভাসমান। আমি হলফ করে বলতে পারি, কোন নৈতিকতা সম্পন্ন মানুষের পক্ষেই ছেলে-মেয়ে-পরিবার পরিজন নিয়ে টিভিতে সংবাদ দেখা অথবা নির্মল আনন্দ উপভোগ করা সম্ভব নয়। অনেক বছর আগে ভারতীয় সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের একটি সাক্ষাতকার দেখেছিলাম। তিনি নৈতিকতার প্রতি ঈঙ্গিত করে বলেছিলেন, তারা ভাইবোন তথা পরিবারের সদস্যরা একত্রে বসে টিভি দেখেন না। বিজ্ঞাপন, নাটক-নাটিকা এবং সিনেমায় এমন সব দৃশ্য প্রদর্শন করা হয়, যা বাস্তব স্বামী-স্ত্রীর একান্ত রোমান্টিকতাকেও হার মানায়। আর এসব দৃশ্য টিভিতে এসে যায় চোখের পলকেই।

ইচ্ছায় হোক আর অনিচ্ছায়, সাধারণ মানুষ থেকে শুরু করে আলেম-মৌলভীর পরিবারকেও ওসবের ওপর চোখ রাখতে হচ্ছে। আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতানৈক্য থাকলেও প্রত্যেকেই চায় তাদের সন্তানেরা অনৈতিকতার পরশ থেকে দূরে থাকুক।

এমতাবস্থায় আমরা সকল নৈতিক গুন সম্পন্ন মানুষেরা কি এক বা একাধিক পরিচ্ছন্ন টিভি চ্যানেলের দাবী তুলতে পারি না? আসুন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমরা এ দাবিটি নিয়ে সোচ্ছার হই এবং জনমত গঠনের চেষ্টা করি।

বিষয়: বিবিধ

১০৩৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326420
১৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
কথার_খই লিখেছেন : দেয়া হবেনা, পরিছন্ন টিভি চ্যানেল এর জন্য পরিছন্ন নেতৃত্ব প্রয়োজন! বাংলাদেশে কুৎসিত নেতৃত্বের উপস্থিতি.....

সুতরাং সবাইকে কুৎসিত হতে হবে।
326421
১৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দিগন্ত টিভির বিকল্প নেই,, ধন্যবাদ।

326439
১৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
শেখের পোলা লিখেছেন : আমাজনে আজও উলঙ্গ মানুষ বাস করে৷ সীঙ্গাপুরের ফ্লাইট পথ ভুলে সেই আমাজনেই এসে গেছে৷ পরের পোষাক ছিঁড়ে গেলে বদলল করার জন্য আর নাই৷ কত দিন আর পুরাণো পোষাকে চালাবেন? ফ্লাইটটাকে পুনরায় উড়িয়ে ফেরত আনার চেষ্টা করেন৷ এর জন্য দরকার দক্ষ নতুন পাইলট৷
326448
১৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
আবু জান্নাত লিখেছেন :
আমরা সকল নৈতিক গুন সম্পন্ন মানুষেরা কি এক বা একাধিক পরিচ্ছন্ন টিভি চ্যানেলের দাবী তুলতে পারি না? আসুন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমরা এ দাবিটি নিয়ে সোচ্ছার হই এবং জনমত গঠনের চেষ্টা করি।
সহমত।
326456
১৭ জুন ২০১৫ রাত ০৮:১৮
হতভাগা লিখেছেন : টিভি চ্যানেল গুলো চলেই এডের ওপর । আর বিজ্ঞাপন ওয়ালারাও সে সব টিভিতে এড দেয় যার প্রোগ্রামগুলো দর্শকেরা ভাল খায় ।

দর্শকেরা ইসলামী অনুষ্ঠান ও আলাপ আলোচনার চেয়ে গান বাজনা সিনেমা নাটক দেখতেই পছন্দ করে বেশী ।

আসছে ঈদে বিভিন্ন চ্যানেলে শুরু হবে নাটক , ম্যাগাজিন অনুষ্ঠান দেখানোর প্রতিযোগিতা । দর্শকেরা সেগুলোকেই টার্গেট করবে।

কোন ইসলামী অনুষ্ঠানে দর্শকেরা বসবে না ।

যে দেশে আযান বন্ধ করিয়ে গান বাজনা চালু রাখা হয় , যে দেশে মানুষ মাসজিদে ২ টাকা দান করার চেয়ে কনসার্ট দেখার জন্য হাজার টাকার টিকিট কাটতে কার্পন্য করে না সে দেশে
পরিচ্ছন্ন চ্যানেল আসবে না বা আসতে দেওয়া হবে না বা আসলেও কাহিনী করে বন্ধ করে দেওয়া হবে ।
১৭ জুন ২০১৫ রাত ১০:০১
268840
নিমু মাহবুব লিখেছেন : ঠিক বলেছেন।
326468
১৭ জুন ২০১৫ রাত ০৮:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এখন যে অবস্থা বর্তমান প্রচলিত চ্যানেলগুলি থেকে এই আশা করার উপায় ই নাই
326483
১৭ জুন ২০১৫ রাত ১০:০২
নিমু মাহবুব লিখেছেন : দরকার একটা বিপ্লবের।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File