মানুষ খুনের আসামী বিএনপি-জামায়াতের কাছে সংলাপ নামক আত্মসমর্পণের কোন নৈতিক ভিত্তি যেমন নেই,তেমনি অন্যায়ের কাছে আত্মসমর্পণে ন্যায় বা শান্তি প্রতিষ্ঠারও কোন সম্ভাবনা নেই

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:৫৫:০১ বিকাল

ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে চোরাগোপ্তা পেট্রোলবোমা হামলা করে সাধারন নাগরিককে আগুনে পুড়িয়ে বিএনপি-জামাত জনআতংক সৃষ্টি করার বর্বর পথ বেছে নিয়েছে। তারা এই বর্বরতা চালিয়েই সরকারকে আত্মসমর্পণ করাতে চায়। গত ৪০ দিন ধরে বিএনপি-জামাতের এই বর্বরতা চলছে, আগামীতেও তারা এই বর্বর পথ থেকে সরে আসবে তেমন কোন সম্ভাবনা নেই। তাই দেশের বিশিষ্ট নাগরিকবৃন্দের একটি অংশ সংলাপে সমাধানের আশার আলো দেখছেন। কিন্তু সংলাপের এজেন্ডা কি? বিশিষ্ট নাগরিকবৃন্দ এজেন্ডার কথা স্পষ্ট করে বলতে পারছেন না। বিএনপিপন্থীরা আবার চক্রান্ত করে বলতে শুরু করেছেন, পেট্রলবোমা হামলা নামক আন্দোলনের সমান্তরালে সংলাপ চালাতে হবে। তারাও স্পষ্ট করে বলছেন না, সংলাপের এজেন্ডা কি? সংলাপে কি বিষয়ে আলাপ হবে, সংলাপ থেকে কি অর্জন হবে?বিএনপি-জামাতের পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করার প্রকাশ্য লক্ষ্য, যা তারা মুখে বলছেন, তা হলো সরকার পতন ও নতুন নির্বাচন। অর্থাৎ তারা জনগণকে জিম্মি করে সরকারকে আত্মসমর্পণে বাধ্য করাতে চায়। তাহলে কি সংলাপের এজেন্ডা - সরকার পতন এবং নতুন নির্বাচন? বিশিষ্ট জনরা কি বলেন? যদি সেটাই সংলাপের এজেন্ডা হয়ে থাকে, তবে সংলাপের প্রয়োজন কি? সংলাপ ছাড়াই তো সরকার ক্ষমতা ছেড়ে দিয়ে নতুন নির্বাচনের চিন্তা করতে পারে! আসলে বিএনপি-জামাত সেটাই বলতে চাচ্ছে, বিশিষ্টজনেরা বুঝে বা না বুঝে সংলাপের নামে জঙ্গি বিএনপি-জামাতের পেট্রলবোমার কাছে সরকারকে আত্মসমর্পণ করার দিকেই এগিয়ে নিতে চাচ্ছে। সংলাপ চাইলে আগে সন্ত্রাস বন্ধ করতে হবে। বিএনপিকে জঙ্গি জামাতের সংস্পর্শ ত্যাগ করতে হবে। তারপর সংলাপের এজেন্ডা স্পষ্টভাবে তুলে ধরতে হবে। যদি সংলাপের এজেন্ডাভুক্ত আলোচনায় উভয়পক্ষের পাওয়ার মতো কিছু থাকে, তবে সেই সংলাপ ফলপ্রসু হয় নতুবা সংলাপ ব্যর্থ হতে বাধ্য। সংলাপের অর্থ কোন পক্ষকে আত্মসমর্পণে বাধ্য করানোর চক্রান্ত নয়। বিশিষ্টজনরা নিশ্চয়ই সেই চক্রান্ত করছেন না। বিশিষ্ট জনরা চক্রান্ত করছেন না ধরে নেয়া যাক। তবে, সংলাপে শান্তি আশা করে তারা ভুল করছেন, সেই ভুল দিয়ে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ সৃষ্টি করছেন। মানুষ খুনের আসামীদের কাছে সংলাপ নামক আত্মসমর্পণের কোন নৈতিক ভিত্তি নেই। অন্যায়ের কাছে আত্মসমর্পণে ন্যায় বা শান্তি প্রতিষ্ঠারও কোন সম্ভাবনা নেই।

বিষয়: বিবিধ

৫৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File