বিএনপি শুধু জিয়া, খালেদা আর খাম্বা তারেক এর ব্যক্তিগত স্বার্থরক্ষার হাতিয়ারে পরিণত হয়েছে
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:৫৮:৩৫ বিকাল
বিএনপি জনগণের জন্য কখনো রাজনীতি করেনি। জিয়া নিজের অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করতে নিজের স্বার্থরক্ষার জন্য বিএনপির জন্ম দিয়েছিল। তারপর থেকে বিএনপি শুধু জিয়া, ডাইনী খালেদা আর খাম্বা তারেক এর ব্যক্তিগত স্বার্থরক্ষার হাতিয়ারে পরিণত হয়েছে। বাংলাদেশের দুর্ভাগ্য, এই বিএনপি তিনবার ক্ষমতায় থেকেছে,আর সেকারণে দেশব্যাপি তাদের একটি সমর্থক গোষ্ঠীও তৈরী হয়েছে। স্বাধীনতাবিরোধী জঙ্গি জামাতকে সাথে নিয়ে মীরজাফর জিয়া ও ডাইনী খালেদা বিএনপির সেই সমর্থকগোষ্ঠীকে জঙ্গি জামাতের পশ্চাতপদ চিন্তা-চেতনায় দিকে ধাবিত করেছে, মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার হাতিয়ারে পরিণত করেছে। খালেদা ও খাম্বা তারেক এর ভুলের কারণে দেশব্যাপি ছড়িয়ে থাকা তাদের সমর্থকগোষ্ঠীই বিএনপির প্রতি এখন ক্ষুব্ধ ও বিরক্ত। খালেদার ডাকে তারা আজ আর সাড়া দেয় না। কিন্তু সেই সমর্থকগোষ্ঠীর যাওয়ার কোন জায়গা নেই, তাই তারা ক্ষুব্ধ-বিরক্ত হলেও বিএনপির মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এই সমর্থকগোষ্ঠীর উপর ভর করেই খালেদা জিয়া দেশে আজ পেট্রলবোমা হামলা চালিয়ে মানুষ হত্যার দুঃসাহসের অপরাজনীতি করছে। বিএনপির এই সমর্থকগোষ্ঠী কারণে কিংবা অকারণে হোক, আওয়ামীলীগের রাজনীতির বিরুদ্ধ শক্তি। তাই যেসব বিএনপিপন্থী সুশীলরা নিজের ভুলে নেতা-কর্মী-সমর্থক থেকে বিচ্ছিন্ন হওয়া খালেদা আর অর্বাচীন খাম্বা তারেকের ব্যক্তিগত স্বার্থরক্ষার হাতিয়ার হিসাবেই বিএনপিকে সুরক্ষা দেয়ার কথা ভাবছেন, তাদেরও বিকল্প ভাবা প্রয়োজন। দুজন অর্বাচীন ব্যক্তির ব্যক্তিগত স্বার্থরক্ষার জন্য দেশের সাধারন জনগণ ব্যবহৃত হতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণের প্রশ্নে দেশের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধবিরোধী জঙ্গি জামাত এবং তাদের দোসর খালেদা ও অর্বাচীন খাম্বা তারেককে দেশের রাজনীতি থেকে বিদায় জানাতে হবে। দ্বিদলীয় রাজনীতির আবর্ত এর অবসান ঘটিয়ে একটি বহুদলীয় গণতান্ত্রিক বিধিব্যবস্থা গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজের ভুলে খালেদার পতন অনিবার্য হয়ে উঠেছে। খালেদা আর অর্বাচীন খাম্বা তারেকের হাতে নিজেদের সমর্পণ না করে নিজেদের নেতৃত্বের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিন, বিএনপিপন্থী সুশীলদের প্রতি এটাই প্রত্যাশা। একজন অর্বাচীনের কাছে আর কতো নত হবেন?
বিষয়: বিবিধ
৯১০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এসব দূর্গন্ধময় ছালা বদনা নিয়া ঐপারে যা।
দুনিয়ার মানুষরে ভোদাই ভাবতে ভাবতে তোমরা কোন পর্যায়ের হাস্যকর জঘন্য উন্মাদে পরিণত তা একটু বুঝার চেষ্টা কর।
বিম্পি আসলে তারেক চুরি কইরা সিঙ্গাপুর ,মালয়েশিয়া ,লন্ডন গিয়া তাল্টিফাল্টি করে আর আলীগ ক্ষেমতায় আসলে জয়ের বেতন হয় কোটি টেকা সাথে পুতুল হয় অটিজম বিশেষজ্ঞ অথচ তারচে কত্ত বড় বড় বিশেষজ্ঞ ঘুমায়।আর জামাতের শাসনামল দেখিনাই তয় এগোও বিশ্বাস নাই।
লেখক মুনকয় আম্লীগ করে তাই বিম্পি জামাতের মল খুচাইছেন আর নিজের দলরে সহীহ্ রাখছেন।নিজের দলরে সহীহ্ রাইখা আর যাই হোক আলোচনা করা যায়না ।
মন্তব্য করতে লগইন করুন