অতিরিক্ত ৩৮ হাজার টন খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্য কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ হবে খাদ্যে স্বয়ংসম্পন্ন ।

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:১৫:৩০ বিকাল



উৎপাদন বৃদ্ধির লক্ষে সকল পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বছরে অতিরিক্ত প্রায় ৩৮ হাজার মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের বরেন্দ্র অঞ্চলে ভূ-উপরিস্থ পানি ব্যবহার করে এ শস্য উৎপাদন বাড়ানো হবে। এজন্য ১২৫ কোটি ২৩ লাখ টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে কৃষি মন্ত্রণালয়। প্রকল্পটি রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আটটি উপজেলায় (গোদাগাড়ী, পুটিয়া, চারঘাট, নাচোল, গোমস্তাপুর, দামুরহাট, পতœীতলা এবং মহাদেবপুর) বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছিল। বরেন্দ্র এলাকার এ তিন জেলার আবহাওয়া অত্যন্ত শুষ্ক, গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি, বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকে তাই ভূ-উপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনার সুযোগ কম। প্রকল্প এলাকার মাত্র ৫০ থেকে ৫২ শতাংশ জমি ভূ-গর্ভস্থ পানি দ্বারা সেচ সুবিধা প্রদান করা সম্ভব হয়। অবশিষ্ট জমির সেচ কাজ বৃষ্টির ওপর নির্ভরশীল। বর্ষা মৌসুমে যখন বৃষ্টি কম হয় বা গ্রীষ্মকালে যখন খরা দীর্ঘায়িত হয়, তখন সেচের অভাবে এ এলাকায় আমনের চারা রোপণ করা যায় না। এতে হেক্টর প্রতি ধানের উৎপাদন কম হয় এবং গমসহ অন্যান্য রবিশস্য চাষেও বিঘœঘটে। তাই সম্পূরক সেচ প্রদানের মাধ্যমে ওই এলাকার ফলন বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্প এলাকায় ধান, গম ও অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। যা খাদ্য নিরাপত্তা অর্জনসহ দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিষয়: বিবিধ

৬০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File