সন্তানের অপমৃত্যুতে কোন মায়ের বুক খালি হওয়ার যন্ত্রণা কি মা হয়ে সদ্য সন্তানহারা খালেদা জিয়া একটুও উপলব্ধি করতে পারেন?

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:২০:০৭ বিকাল



বেগম খালেদা জিয়া দেশে বিলাসী জীবন যাপন করছেন। অন্যদিকে এক সন্তান তারেক জিয়া স্বপরিবারে লন্ডনে উচ্চবিলাসী জীবন যাপন, আর এক সন্তান কোকো মালয়েশিয়ায় স্বপরিবারবে থাকতেন। তাহলে তিনি মাত্র কয়েক দিনের মধ্যে ৫০ জন মানুষ আগুনে পুড়ানোর যন্ত্রণা, ১৫ লাখ ছেলে মেয়ের এস এস সি পরীক্ষা বন্ধ, ৫ কোটি সন্তানের শিক্ষা কার্যক্রম বন্ধ, ১০০০ গাড়িতে আগুন, ১৮ কোটি মানুষের সম্পদ ধ্বংসের ও দেশকে পোড়ানোর যন্ত্রণায় কিভাবে মর্মাহত হবেন? তিনিতো শুধুমাত্র নির্দেশ দিয়েই তার লেলিয়ে দেয়া গুন্ডা, সন্ত্রাসী বাহিনী দ্বারা এ ধরনের নিকৃষ্টতম কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দেশের অর্থনীতিকে ধ্বংস করছেন,ব্যাহত করছে দেশের ধারাবাহিক উন্নয়ন। তার ইচ্ছা বাংলাদেশকে তালেবানী রাষ্ট্রে পরিণত করা। জঙ্গিবাদ এপর্যন্ত বিশ্বে কখনো টিকেনি ভবিষ্যতেও টিকবেনা। এটুকু অন্তত আমাদের সকলেরই জানা। তিনি আজ ধ্বংসের লীলা-খেলায় মত্ত হয়ে জনগণের যন্ত্রণা, ব্যথা উপলব্ধি করতে চাইছেন না। মাত্র কয়েকদিন হলো কোকোর স্বাভাবিক মৃত্যুতে মা হয়ে তিনি কি বুঝেননি,সন্তানহারা মায়ের বুক ফাটা যন্ত্রণা? তাহলে যে মায়ের সন্তানের অপমৃত্যু হয় সে মায়ের যন্ত্রণা কি কোন মানুষের পক্ষে শুধু সান্তনা দিয়ে নিভানো সম্ভব? সর্বশেষ কথা আমরা জনগণ কেনই বা আপনার রোষানলের শিকার হবো?

বিষয়: বিবিধ

৮৬৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302795
০৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৬
রক্তলাল লিখেছেন : হাসিনারে বলেন মানুষ না পুড়াতে। আপনে যে হিংস্র দালাল মায়াকান্না দেখাচ্ছেন বুঝা যাচ্ছে।

302796
০৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৭
রক্তলাল লিখেছেন : আপনে জনগণ? নাকি কালা কুত্তার এজেন্ট?
302803
০৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪৩
ইয়াফি লিখেছেন : প্রধানমন্ত্রী হাসিনা ঢামেকের বার্ণ ইউনিটকে বড় করার জন্য পরের পকেটের টাকা নিয়ে দান করছে। যাতে পুড়ানোর কাজটা ঠিক মত চলে। ঢাবির ছাত্রলীগ সেক্রেটারী ওমর বলেছে এসব পোড়ানো ও নাশকতার দায়িত্ব কেন্দ্রীয় ছাত্রলীগ সেক্রেটারী নাজমুল সিদ্দীকিকে দেয়া হয়েছে। আন্দোলনের প্রতি জনমানুষের বিরূপ মনোভাব সৃষ্টির জন্য তারা বার্ণ ইউনিটকে প্রচার কেন্দ্র হিসাবে ব্যবহার করতে চায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File