রেমিটেন্স বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে সরকার। জানুয়ারি মাস পর্যন্ত রেমিটেন্স বেড়েছে ৬৯ কোটি ডলার যা আগের অর্থ বছরের তুলনায় অনেক বেশি
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:১১:২৫ বিকাল
২০১৪-১৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৮৭২ কোটি ডলারের রেমিটেন্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮০৩ কোটি ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের জানুয়ারি মাস পর্যন্ত রেমিটেন্স বেড়েছে ৬৯ কোটি ডলার। একক মাস হিসেবে জানুয়ারিতে ১২৩ কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে। জানুয়ারি মাসে দেশে ১২৩ কোটি ৪৭ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসেছে। তার আগের মাস ডিসেম্বরে এ পরিমাণ ছিল ১২৭ কোটি ৫০ লাখ ডলার।একক মাস হিসেবে আগের মাসে চেয়ে রেমিটেন্স ২০১৪-১৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ৮৭২ কোটি ১৮ লাখ ডলারের রেমিটেন্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮০৩ কোটি ৩৪ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের জানুয়ারি মাস পর্যন্ত রেমিটেন্স বেড়েছে ৬৮ কোটি ৮৪ লাখ ডলার। জানুয়ারি মাসে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩৭ কোটি ২৯ লাখ ডলার।যা ডিসেম্বরে ছিল ৩৮ কোটি ৫০ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি ৫৮ লাখ ডলার, যা আগের মাসে ছিল এক কোটি ৬৬ লাখ ডলার। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৩ কোটি ১৬ লাখ ডলার, আগের মাসে এসব ব্যাংকের মাধ্যমে এসেছিল ৮৫ কোটি ৮১ লাখ ডলার। আর বিদেশী খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি ৪৩ লাখ ডলার, যা ডিসেম্বরে ছিল এক কোটি ৫১ লাখ ডলার।দেশের কিছু রাজনৈতিক দল নাশকতা চালিয়ে দেশকে যেমন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তার মধ্য থেকেও সরকার দেশকে বহুলাংশে এগিয়ে নিয়ে যাচ্ছে।
বিষয়: বিবিধ
৯৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন