বাংলার সাধারণ মানুষ ও আমি ক্রসফায়ার চাই..................
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ৩০ আগস্ট, ২০১৫, ০৪:১১:৪৩ বিকাল
যেহেতু এ দেশের সাধারণ প্রাপ্তিক মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন দিনই বিচার পাবেনা। বর্তমান এদেশের বিচার ব্যবস্থায় তাই ক্রসফায়ার বন্ধ করা যাবে না। ক্রসফায়ারকে আইনি বৈধতা দিতে হবে। এটি আজকের সময়ের দাবি। যারা অপরাধ করে বা অপরাধের সুবিধাভোগী বা দূর্বল চিত্তের বা দুর্ণীতিপরায়ণ বা সুবিধাবাদী বা সুযোগ সন্ধানী তারা কেউই ক্রসফায়ার চাইবে না কিন্ত এর বাইরের তাবৎ জনগণ ক্রসফায়ারের পক্ষে। ক্রসফায়ার বিচার অন্তর্ভুক্ত হত্যা এবং করার প্রকাশ্য সরকারি ঘোষণা দিলেই অপরাধ করা ৯০ ভাগ কমে যাবে। হয়তো এখন যে হারে ক্রসফায়ার হয় ক্রসফায়ারকে বৈধতা দিলে তা ১০ ভাগে নেমে আসবে বা হয়তো প্রয়োজনও পড়বে না বলেই জনগণের বিশ্বাস। যদি বিশ্বাস না হয় তাহলে আইনটা করেই দেখুন, র্যা ব গঠন করার পরে যেভাবে আইনশৃংখলার উন্নতি হয়েছিল তার চেয়েও ভালোভাবে আইনশৃংখলা স্বাভাবিক হয়ে আসবে। এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। যে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারবে সময় তাদেরই করায়ত্ত হবে। জনগণ শান্তি চায় এবং শান্তির জন্যই ক্রসফায়ার দরকার।
বিষয়: বিবিধ
৭৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন