মুখে হাক-ডাক দিলেও কাজের বেলায় শূন্য
লিখেছেন লিখেছেন আমি অরন্য ৩০ আগস্ট, ২০১৫, ০৪:০৬:১৩ বিকাল
বিকল্পধারা, এলডিপিসহ সমমনাদের দূরে রেখেই ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে বিনএনপি। সাবেকদের দলে টেনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রাজনীতিতে চমক সৃষ্টির পরিকল্পনা ছিল দলটির হাইকমান্ডের। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই হচ্ছে না। ১লা সেপ্টেম্বর চমকহীন সাদামাটাভাবেই পালিত হবে দিনটি। দল সমর্থিত বুদ্ধিজীবী প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে এসব দলের নেতাদের সঙ্গে কথা বলার জন্য মৌখিকভাবে দায়িত্ব দিয়েছেন খালেদা জিয়া। বিকল্পধারা প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী ও এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের সঙ্গে দায়িত্বপ্রাপ্তরা এ বিষয়ে আলোচনাও করেছেন। কিন্তু নেতাকর্মী ও সমর্থকদের চমক দেয়ার মতো কোনো খবর তারা দিতে পারেননি। তবে এসব দলের নেতাদের ঘরে ফেরানোর উদ্যোগ থেমেও যায়নি। আলোচনা এখনও চলছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর স্থগিত হওয়ায় বিষয়টি ঝুলে আছে বলে আভাস পাওয়া গেছে। আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন রাজধানীতে বড় শোডাউনের মাধ্যমে বৃহত্তর জাতীয়তাবাদী ঐক্যের ঘোষণা দেয়ার পরিকল্পনা ছিল দলের হাইকমান্ডের। ঐ অনুষ্ঠানে খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে এ দুই নেতার বিএনপিতে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি ঝুলে যাওয়ায় সাদামাটাভাবেই দিবসটি পালিত হবে বলে জানা গেছে।বিকল্পধারা ও এলডিপিকে দলে ভেড়ানোর বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে এবং দেশের অন্য নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়টি চূড়ান্ত করার পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ করে খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত হওয়ায় গুরুত্বপূর্ণ এ ইস্যুটি ঝুলে গেছে বলে মনে করছেন দলের নীতিনির্ধারকরা।বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতৃত্বের অভাব দেখা দিয়েছে বিএনপিতে। দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য সিনিয়র নেতাদের সংখ্যা দিন দিন কমছে। গুরুত্বপূর্ণ অনেক নেতা দল ছেড়ে চলে গেছেন। মারা গেছেন অনেকেই। এমন পরিস্থিতিতে দল চালাতে বেশ বেগ পেতে হচ্ছে ২০ দলীয় জোট নেত্রীকে।
বিষয়: বিবিধ
৮৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন