লজ্জায় বৃষ্টিতে ভিজে, বৃষ্টিকে লজ্জা দিচ্ছেন কেন স্যার?

লিখেছেন লিখেছেন আবু জারীর ৩০ আগস্ট, ২০১৫, ০৪:২৮:৪২ বিকাল

ছাত্রলীগের ছেলেরা জয় বাংলা স্লোগান দিয়ে জাফর ইকবাল স্যারের স্ত্রী ইয়াসমিন হক সহ সাত শিক্ষককে প্যাদানী দেয়ায় স্যার নাকি লজ্জা পেয়েছে! সেই দুঃখে নাকি সে শাবিতে ঘৃণা আর লজ্জায় বৃষ্টিতে ভিজছে!

আচ্ছা! তাহলে স্যারের লজ্জা বলেও কিছু আছে?

কিন্তু মুক্তিযুদ্ধ না করে, বরং রাজাকারের নাতি হয়েও মুক্তিযুদ্ধের ধ্বজা ধরতে তার লজ্জা লাগছেনা কেন, জাতি তা জানতে চায়?

স্যার লজ্জা পাক বা না পাক শিবিরের ছেলেরা যে তার এই অপমান দেখে লজ্জিত হয়েছে তা বলার আর অপেক্ষা রাখনা। কারণ সে শাহাবাগি নাস্তিকদের দোসর হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

মতের বিরোধী হলেও শিবির সম্মানিতদের সম্মান করতে বিশ্বাসী কিন্তু ছাত্রলীগ সম্মানিতদের অপমান করেতে পারদর্শি। স্যারের কাছে এখন জানতে ইচ্ছে করে সে কি এখনও ছত্রলীগের মত গোয়ার ছাত্র সংগঠন চান নাকি শিবিরের মত শান্তশিষ্ট ছাত্রদের সংগঠন চান?

কথায় আছে বুজদারে বুঝে আকারে আর ইঙিতে কিন্তু ব্যবোধায় বোঝে ঘারে আর গর্দানে। ছাত্রলীগ শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের বারবার ঘারে আর গর্দানে দেয়ার পরেও দালা শ্রেণীর বুদ্ধিজিবীরা কেন যে বুঝেনা তা আমাদের মত কম বুদ্ধি ওয়ালাদের মাথায় ঢুকছেনা।

একটা কথা বলে রাখা দরকার আর তা হল মাননীয় প্রধানমন্ত্রী শখে হাসিনা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী বাকশালী আর নাষ্ট বামদের হাতে নিরাপদ নয় তার প্রমাণ তার পিতার দুঃখজনক বিদায়ন্ত ঘটনা কিনতি তার নেতৃত্বাধিন সরকার জামায়াত শিবিরকে যতই ঠ্যাঙ্গাকনা কেন তার পরেও তিনি জামায়াত শিবিরের হাতে নিরাপদ। কারণ জামায়াত শিবির ব্যক্তি আক্রশের রাজনীতিতে বিশ্বাসী নয়।

বিষয়: রাজনীতি

১৫৭৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338608
৩০ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৯
হতভাগা লিখেছেন : ছাত্রলীগের ছোঁয়া পেয়ে উনাদের চেতনা তো আরও পরিশোধিত হবার কথা !!
৩০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০২
280104
আবু জারীর লিখেছেন : পরিশোধিত হাওয়ার কথা নাকি চেতনা টান টান উলম্ব হওয়ার কথা?
ধন্যবাদ।
338618
৩০ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বৃষ্টিতে ভিজলে কি সত্যিই লজ্জা দূর হয়?
৩০ আগস্ট ২০১৫ রাত ০৮:২০
280133
আবু জারীর লিখেছেন : ওনার স্ত্রীর গায়ে হাত দিয়েছে ছেলেরা তাই কুল হচ্ছে।
338619
৩০ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত

লজ্জাহীনদের "লজ্জিত হবার" আভিনয়টাও একটা বড় রকমের নির্লজ্জতা!!


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
৩০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
280105
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম।
আপনাকেও ধন্যবাদ মুহতারাম।
338622
৩০ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০৫
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আপনার লেখাটা ফেইসবুকেও পড়লাম । অনেক ধন্যবাদ ।
৩০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
280106
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
আল্লাহ্‌ আপনাকে ভালো রাখুন।
338623
৩০ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০৫
ইয়াফি লিখেছেন : স্যারের অভিনব প্রতিবাদ! তবে স্যারের এখন অবশ্যই লেখা উচিত "তোমরা যারা ছাত্রলীগ কর.." এই শিরোনাম দিয়ে।
৩০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
280107
আবু জারীর লিখেছেন : আপনার বুদ্ধিটা খারাপ না তবে বার বার উত্তম মধ্যম খাবেন কিনা লেখার আগে সেটা অবশ্যই বিবেচনায় রাখতে হবে।
ধন্যবাদ।
338624
৩০ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাই চমতকার একটা লেখা দিয়েছেন
সত্যি গত কাল থেকে মনটা খুব খারাপ ছিল
যাক ঐ ষাড়ের কথা বলছেন ! মানির মান আল্লাহ রাখেনগো , বাবারে বাজারের লোকেরা এমন পেদানী দিল আমি কোন রকম মান সম্মান নিয়ে সরে পড়েছি !
বুঝলেনতো
আপনাকে অনেক ধন্যবাদ
৩০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
280108
আবু জারীর লিখেছেন : মানির মান ঠিকই আল্লাহ্‌ রেখেছেন যা বিপদ ছিল তা বৌর উপর দিয়ে গেছে।
ধন্যবাদ।
338626
৩০ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১১
ফারদিন ইসলাম লিখেছেন : সুন্দর কথা বলেছেন ।
৩০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
280109
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
338660
৩০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দোষ করল ছাত্রলিগ আর উনি ভিজছেন বৃষ্টিতে!!
বৈজ্ঞানিক ব্যাখ্যা চাই??
৩০ আগস্ট ২০১৫ রাত ০৮:২০
280132
আবু জারীর লিখেছেন : সহজ ব্যাখ্যা।
ওনার আদর্শের ছেলেরাই যখন ওনার স্ত্রীর গায়ে হাত ধিয়েছে তখন বৃষ্টির বিশুদ্ধ পানিতে না ভুজলে কালিমা মুক্ত হবে কি ভাবে?
338686
৩০ আগস্ট ২০১৫ রাত ০৯:২৫
রক্তলাল লিখেছেন : প্যাদানী খাইলে যে পাগলেরও হুশ হয় তা বুঝা গেল।
৩০ আগস্ট ২০১৫ রাত ১০:১০
280145
আবু জারীর লিখেছেন : হুশ হয়েছে বাট মুখ খুলতে পারছেনা। পাছে যুদ্ধাপরাধের মামলায় ফেঁসে না যায়। কারণ নানা মামারা ছিল নাম করা রাজাকার আর বাপ ছিল যুদ্ধ চলাকালিন সময় এসপি। নিজেও কলেজ ছাত্র ছিল মাগার যাদ্ধে যায়নি।
১০
338687
৩০ আগস্ট ২০১৫ রাত ০৯:২৭
ইবনে হাসেম লিখেছেন : ভালোই বলেছেন। যাহোক বেচারাকে আজ বেচারাই মনে হচ্ছে, তাই করুণাও হচ্ছে। এরপরেও যদি বুঝ আসে..
৩০ আগস্ট ২০১৫ রাত ১০:১১
280146
আবু জারীর লিখেছেন : ওরা বোবা বধির। দেখেও দেখেনা, শুনেও শুনানা।
ধন্যবাদ।
১১
338750
৩১ আগস্ট ২০১৫ রাত ০৪:২৩
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাইরে এত লেখালেখি পারেন কিভাবে ?
৩১ আগস্ট ২০১৫ সকাল ০৮:৩৮
280172
আবু জারীর লিখেছেন : ভাইরে আপনিও ভালোই পারেন কিন্তু লিখেন না এই যা।
ধন্যবাদ।
১২
338969
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:৫০
মাহবুব রহমান লিখেছেন : এদের জন্য লজ্জা কথাটা নিজেই ভীষণ ভাবে লজ্জিত হচ্ছে.
০১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
280409
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন মাহবুব ভাই।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File