তুরস্কে মাওলানা মওদুদী ও তাফহীমুল কুরআনের প্রভাব
লিখেছেন লিখেছেন এরবাকান ৩০ আগস্ট, ২০১৫, ০৪:৩৭:০৮ বিকাল
সাইয়েদ আবুল আলা মওদুদী বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ যার ক্ষুর ধার লেখনী ও বিশাল সাহিত্য ভাণ্ডার তাঁকে আজও আমাদের মাঝে জীবন্ত রেখছে। তুরস্ক আজ যে ইসলাম পন্থী একটি গ্রুপ তৈরি হয়েছে এটা ৈরিতে মাওলানার সাহিত্যের ভূমিকা অপরিসীম।
ডঃ নাজমুদ্দিন এরবাকনের উপর মাওলানা মওদুদীর প্রভাব
ডঃ নাজমুদ্দিন এরবাকান হলেন তুরস্কের ইসলামী আন্দোলনের মহান সিপাহ সালার। তিনি তার বক্তব্যে অত্যন্ত শ্রধ্বা ভরে মাওলানা মওদুদীর নাম নিতেন। তিনি মাওলানাকে ইমাম বলে অবহিত করতেন এবং তার সাহিত্য পড়ার জন্য তার জনশক্তিকে উৎসাহ যোগাতেন। তার মৃত্যুর আগে এরজুরুম শহরের একটি সমাবেশে বলেছিলেন আমি দেখতে পাচ্ছি নিকট ভবিষ্যতে এই অঞ্চলে জিহাদ নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হবে তাই আপনারা মাওলানা মওদুদীর আল জিহাদু ফিল ইসলাম বইটি পড়ে নিবেন। তিনি হয়তবা আজকের আইএস এর কথাই বলেছিলেন।
তার প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন মিল্লি গুরুশে এর সিলেবাসে মাওলানা মউদুদীর অনেক বই রয়েছে। এর মধ্যে উল্লেখ যোগ্য হল
১।তাফহীমূল কোরআন
২। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী
৩।ইসলামি রেনেসাঁ আন্দোলন
৪।কোরআনের চারটি মৌলিক পরিভাষা
৫। আ্ল কুরআনের মর্ম কথা।
৬। সমস্যা ও সমধান
৭।আসুন মুসলিম হই।
৮। আসুন দুনিয়াকে পরিবর্তন করি।
৯। খিলাফাত ও রাজতন্ত্র
১০। ইসলাম পরিচিতি।
তুরস্কের বিভিন্ন বিশ্ব িদ্যালয়ে বিভিন্ন ছাত্রসংগঠনের উদ্যোগে নিয়মিত তাফহীম পাঠ করা হয়ে থাকে। কিছু কিছু রয়েছে যারা এক যুগের ও বেশী সময় ধরে নিয়মিত ভাবে তাফহীম পাঠ করে আসছেন। প্রতি বছর বিভিন্ন ংগঠের উদ্যোগে তাফহীমুল কোরআন পাঠ প্রতিযোগিতা হয়ে থাকে।
তুরস্কে ২ টি প্রকাশনা থেকে তাফহীম প্রকাশিত হয়ে থাকে। একটি ৭০ এর দশকে প্রকাশিত হয়েছে অপরটি হয়েছে ২০০০ সালের পর। বর্তমান সময়ে চিন্তার দ্বন্দে মাওলানা মওদুদীর সাহিত্যের যেন কোন জুড়ি নেই। যিনি শত বছরের সকল জঞ্জাল কে মুছে ফেলে আমাদের সামনে এক নিরেট ইসলাম পেশ করার লক্ষে আজীবন সংগ্রাম চালিয়ে গিয়েছেন। বাংলাদেশ জামায়াতেে ইসলামীর নেতৃবৃন্দের শাহাদাত এবং এই দলটিকে ঘিরে ইয়াহুদি ও সাম্রাজ্য বাদীদের মাথা বাথা যেন তুরস্কে মাওলানা মউদুদীর সাহিত্যের প্রভাবে এক নতুন মাত্রা যোগ করেছে।
বিষয়: বিবিধ
১৯৭৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন