২০ দলীয় জোট নেত্রীর ভারতবিরোধিতা না করার ওয়াদা করেই ভারতীয় প্রধানমন্ত্রীর দর্শনলাভ
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ১৬ জুন, ২০১৫, ০৩:৩৪:০৬ দুপুর
ভারত বিরোধিতা না করার অঙ্গীকার করে খালেদা জিয়া নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। কিন্তু এখন আবার ভারত বিরোধিতা করা হচ্ছে। চারদেশীয় সড়ক যোগাযোগ নিয়েও বিভ্রান্তি ছড়াচ্ছেন বেগম জিয়া। শুধু তাই নয়, খালেদা জিয়া প্রণব মুখার্জীর সঙ্গে দেখা না করার বিষয়েও অসত্য কথা বলছেন। নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের কারণে দীর্ঘদিনের অনিষ্পত্তি বিষয়গুলো নিষ্পত্তি হয়েছে। সবচেয়ে বড় কথা হলো খালেদা জিয়া তো প্রধানমন্ত্রী ছিলেন কোন দিন ল্যান্ড বাউন্ডারি (স্থলসীমান্ত) চুক্তি নিয়ে কথা বলেছেন? অথচ একটা সাক্ষাতকারের জন্য ভারতের কাছে নতজানু হয়ে, ভারতের কাছে আত্মসমর্পণ করে, ভারতের বিরোধিতা করব না এই অঙ্গীকার করে তারপর মোদির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। ভারত তার কাছ থেকে এ অঙ্গীকার আদায় করেছে। বিএনপির জন্মই ভারত বিরোধিতা আর ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য। বিএনপির শাসনামলে বিচ্ছিন্নতাবাদীদের দেশে প্রশ্রয় দেয়া হয়। খালেদা জিয়া রাজনীতিতে হেরে গেছেন। তিনি এখন কঠিন সময় পার করছেন। জামায়াত হরতাল দিয়েছে। তিনি গাড়িতে করে আসলে হরতাল ভেঙে যায়, সে কারণে তিনি আসেননি। কিংবা ভারত বিরোধিতার কারণে তিনি আসেননি। তিনি নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে কীভাবে এলেন। তারা যে অবরোধ দিয়েছিলেন তা তো আনুষ্ঠানিকভাবে এখনো প্রত্যাহার করেননি। দেশের স্বার্থে নয় নিজেদের স্বার্থে এ ধরনের নেত্রীরা যে কোন ধরনের পদক্ষেপ নিতে পারে। তাই আসুন দেশের স্বার্থে এদেরকে প্রত্যাখ্যান করি।
বিষয়: বিবিধ
৬৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন