ওয়েব হোয়াটসএ্যাপ
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১৬ জুন, ২০১৫, ০৩:৫৬:১৯ দুপুর
গতকাল আমেরিকান প্রবাসী এক ব্লগারভাই একটি সফরনামা লিখেছিলেন। মোবাইলে অনেক গুলো ফটো তুলেছিলেন, কিন্তু উনার পোষ্টে নিজের তোলা একটি ছবিও দেন নাই, গুগল থেকে কয়েকটি ছবি আপলোড করেছিলেন।
গুগলে তো সকল স্থানের, সকল প্রকারের ছবি পাওয়া যায়, তার পরও নিজ হাতে তোলা ছবির আকর্ষন বা কদর একটু বেশিই থাকে।
ঐ সিনিয়র ব্লগার ভাইয়ের কাছে জানতে চাইলাম, আপনার তোলা ছবিগুলো দেন নাই কেন?
উনি বললেনঃ অামি একটু আলসে মানুষ, ছবিগুলো প্রথমে কম্পিউটারে নিতে হবে, তারপর রি-সাইজ করতে হবে, অতঃপর ব্লগে দিবে হবে। অত ঝামেলায় না গিয়ে গুগল থেকে সহজে সংগ্রহ করে দিয়ে দিলাম।
আমি ভাবলাম, আমার জানা এই জিনিসটি যদি সবার সাথে শেয়ার করি, তাহলে মোবাইলে তোলা ছবি সহজে কম্পিউটারে নেওয়া যাবে ও ব্লগে দেওয়া যাবে। রি-সাইজেরও প্রয়োজন হবে না। (হয়তো অনেক জানা থাকতে পারে, যারা জানেন না তাদের জন্য দিলাম)
এ ক্ষেত্রে মোবাইল ও কম্পিউটার উভয়তে নেট সংযোগ থাকতে হবে। প্রথমে আপনার তোলা ছবিগুলো আপনার যে কোন হোয়াটসএ্যাপ ইউজার বন্ধুর নিকট সেন্ট করুন। বন্ধুর নিকট পৌছুক বা না পৌছুক সমস্যা নেই। ছবিটি আপনার হোয়াটসএ্যাপ লিষ্টে থাকলেই হল।
কম্পিউটারে যে কোন এক্সপ্লোর ওপেন করুন। এড্রেসবারে লিখুনঃ web.whatsapp.com এন্টার চাপুন।
স্ক্রীনে এমন বারকোড দেখতে পাবেন।
মোবাইলটি হাতে নিন, নেট ওপেন থাকা অবস্থায় হোয়াটসএ্যাপ ওপেন করুন। CHATS লিষ্টে আসুন। অপশনে ক্লিক করুন।
স্যমসাং মোবাইলের অপশন বাটন নিছের বামদিকে থাকে। অপশন বাটনে ক্লিক করুন। WhatsApp Web এ ক্লিক করুন,
একবার না হলে পুণঃরায় দেখুন। স্বংয়ক্রিয় ভাবে আপনার ক্যামেরা ওপেন হবে।
কম্পিউটার স্ক্রীনে দেখানো বারকোডের দিকে মোবাইলের ক্যামেরা বরাবর করুন। ম্যজিকের মত দেখবেন আপনার মোবাইল WhatsApp পুরোটাই Web আকারে কম্পিউটার স্ক্রীনে চলে গেছে।
এখন আপনার বন্ধুকে পাঠানো বা রিসিভ করা ছবিগুলো ডাউনলোড করুন। এটি রি-সাইজ করতে হবে না। কারণ হোয়াটসএ্যাপ সয়ংক্রিয় ভাবে ফাইলটি ছোট করে দেয়।
এবার আপনি ছবিগুলো ব্লগসহ যে কোন কাজে কম্পিউটার থেকেই ব্যবহার করতে পারবেন।
এই সিস্টেমে একবার করে দেখুন, অনেক মজা পাবেন।
বিষয়: বিবিধ
১০৯৩ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটা সহজ সমাধান দিলেন কঠিন সমস্যার।
চমৎকার এবং অতিপ্রয়োজনীয় একটি সমাধানমূলক পোস্টের জন্য জাযাকাল্লাহু খাইর!আশাকরি কাজে লাগবে!
ভালো লাগলো অনেক ধন্যবাদ
সুন্দর মন্তব্যের জন্য অনেক শুকরিয়া।
ঝিঙেফুল হটাৎ কদমফুল হয়ে গেলে কি করে!
ধন্যবাদ।
আমার জানামতে আপনি একজন প্রযুক্তিবিদ। ব্যবহার করে দেখতে পারেন, সত্যিই সহজ ও অতি অল্প সময়ে সমাধান পাবেন। ফটোসপেও করা যায়, তবে এ প্রযুক্তি তার চেয়েও সহজ। ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন