প্রতিবেশী চার দেশের মধ্যে পন্য ও যাত্রীবাহী যান চলাচল চুক্তি স্বাক্ষরিত, নিজ গাড়িতে যাওয়া যাবে ভারত, নেপাল ও ভূটান

লিখেছেন লিখেছেন আমি অরন্য ১৬ জুন, ২০১৫, ০৩:৩২:০০ দুপুর



বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে (বিবিআইএন) সড়কপথে পণ্য ও যাত্রীবাহী যান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশের যোগাযোগমন্ত্রীরা এই চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের আদলে যাত্রীবাহী যানবাহন যেমন: বাস ও প্রাইভেটকার এবং পণ্যবাহী যান এই চারটি দেশের মধ্যে চলাচল করতে পারবে। অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ চাইলে নিজস্ব গাড়ি নিয়ে কলকাতাসহ ভারতের যেকোনো শহরে যেতে পারবেন, একইসঙ্গে ভারতের ওপর দিয়ে নেপালে বা ভুটানে যেতে পারবেন। চারদেশের মধ্যে এই সংযোগ পরিবহন খরচ কমানোর পাশাপাশি চার দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। সম্প্রতি সই হওয়া চুক্তিটি হলো কাঠামোগত চুক্তি, এরপর এর প্রায়োগিক দিকগুলো নিয়ে পরে প্রটোকল ও মূল চুক্তি হবে। সম্ভাব্য রুটগুলোতে আগামী অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বছরের প্রথমদিকে পরিপূর্ণভাবে যান চলাচল চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বিষয়: বিবিধ

৭৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File