বন্ধু, বন্ধু, বন্ধু, আমরা বন্ধু চিনেছি

লিখেছেন লিখেছেন পুস্পগন্ধা ২৬ নভেম্বর, ২০১৪, ০৪:২৬:৪৪ বিকাল



বন্ধু , শব্দটির সাথে যে গুনাগুন গুলি ভেসে উঠে তার সাথে আমরা সকলেই পরিচিত।

যেমনঃ বন্ধু, সে হবে এমন একজন যাকে চুখ বুঝে Trust করা যায়,

যাকে কিছু বলার আগেই বুঝে যায়, যার সাথে সুখে দুখে ভাল মন্দ সব কিছু Share করা যায়,

যে ব্রিস্টিতে ছাতার মত থাকে, ঝরে আগলে রাখে, কস্টে পাশে বসে না কেদে সাহস যোগায়, যে আনন্দকে আর কয়েক গুন বাড়িয়ে দেয়,

যে সবসময় ভাল পরামর্শ দেয়, যে হয় বুদ্ধিমান, যে হয় অনুগত, যে হয় Supportive, যার মদ্ধে আছে Generosity ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি আর অনেক কিছু.........

যার মধ্যে এত গুন তাকে আমাদের কভাবে নির্বাচন করা উচিত, তাকে আমাদের কিভাবে রাখা উচিত?

যাহক আমরা মেয়েরা যখন বন্ধু নির্বাচন করছি তখন আমাদের মধ্যে কে বেশি Smart, কে বেশী সুন্দর, বা কে বেশী বেপরোয়া ভাবে চলাফেরা করে কেন যানি এগুলির প্রতি আমাদের বেশী আকর্ষন কাজ করে আবার অন্যদিকে ছেলেরা যখন বন্ধু নির্বাচন করছে তখন ও এই বিষই গুলিকেই প্রাধান্য দিচ্ছে।

বিকৃ্ত হয়ে যাচ্ছে আমাদের বন্ধু নির্বাচন পধ্যতি, বন্ধুত্তের ধরন, গড়ন, প্রকৃ্তি। যার ফলে বিভিন্য মাধ্যমে আমরা জানতে পারছি কত ধরনের ঘটন-অঘটন।

যাহক খুব বেশী কিছু লিখে কাউকে বিরক্ত করার ইচ্ছা আমার নাই।

কিন্তু আমার মনে হয় আমাদের চিন্তার সময় এসেছে, একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখার সময় এসেছে...

আসলে আমরা কোন পথে যাচ্ছি ? আমরা কি ঠিক করছি? আমরা যাদেরকে নির্বাচন করছি তারা আসলেও সেই গুন গুলির ধারক কিনা? নাকি আমাদের মনটাকে Restart করতে হবে???????????

বিষয়: বিবিধ

১৫৫৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288383
২৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৫
288384
২৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৫
আফরা লিখেছেন : আমার কোন বন্ধু নেই আপু । ভাল বন্ধু চেনা অনেক কঠিন তাই ।
288389
২৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪১
ছালসাবিল লিখেছেন : আপু, পুরা সিসটেম রিস্টার্ট করতে হবে Day Dreaming
288395
২৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৫
হতভাগা লিখেছেন : বন্ধু নির্বাচন করতে হয় না , আপনা আপনিই হয়ে যায় ।

আপনার সমমনাদের সাথেই আপনার বন্ধুত্ব হবে অটোমেটিকভাবেই ।

তবে এর জন্য বেশ কিছু সময় পার হবে ।

তবে .. দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু

স্বার্থপরতা বন্ধুত্বের জন্য হানিকর , আর বন্ধুত্ব কোন একচেটিয়া বিষয় নয়।
288418
২৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৪
ফেরারী মন লিখেছেন : বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও
ভুলো না তারে ডেকে নিতে তুমি।

চিনতে হবে।
288425
২৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
নিরবে লিখেছেন : আমার বন্ধুদের নিয়ে কিছু কথা Click this link
288437
২৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
ভিশু লিখেছেন : আমার তো অনেক অন্নেক বন্ধু, ওভাবে যাচাই-বাছাই করিনা তেমন। তবে অন্তরঙ্গের ব্যাপার তো অবশ্যই সম্পূর্ণ আলাদা... Tongue Don't Tell Anyone
288494
২৬ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫৮
ইক্লিপ্স লিখেছেন : আহারে বন্ধু!!! কত বন্ধু এল আর গেলো!!!

আপনার লেখাটা সুন্দর।
288584
২৭ নভেম্বর ২০১৪ রাত ১২:২৪
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ধন্যবাদ
১০
288630
২৭ নভেম্বর ২০১৪ রাত ১২:৫৫
কর্ণেল কুতাইবা লিখেছেন : ভালো লাগলো
১১
288656
২৭ নভেম্বর ২০১৪ রাত ০৪:৪৪
কাহাফ লিখেছেন :
একান্ত প্রয়োজনে-চরম দুঃসময়ে
যার কাছে থেকে অন্ততঃ মানসিক প্রশান্তি
লাভ করা যায়,সেই হচ্ছে প্রকৃত বন্ধু! Rose Rose
১২
288713
২৭ নভেম্বর ২০১৪ সকাল ১১:০০
পুস্পগন্ধা লিখেছেন : সবাইকে ধন্যবাদ।বন্ধুত্ব সমমনাদের সাথেই হয়, কিন্ত আমাদের মনের উপর যখন আমাদের মনের নিয়ন্ত্রন কমে যায় তখন ই আসে নির্বাচন এর প্রশ্ন !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File