২+২=৫!! (পুরোনো চাল ভাতে বাড়েঃ শ্রদ্ধেয়া ব্লগার 'সাদিয়া মুকিম'-এর কুইজের উত্তর) [ফান পোস্ট]

লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ১৬ মে, ২০১৫, ০৪:২৮:২৮ বিকাল

অনেকদিন অনুপস্থিত থাকার খেসারত দিচ্ছি এখন, কত কিছু যে মিস করেছি এতোদিন আল্লাহ মা'লুম! Sad আপাতত ব্‌যাস্ততা শেষ, ইনশা-আল্লাহ এখন ব্লগে অ্যাক্টিভ থাকবো... Happy

শ্রদ্ধেয়া ব্লগার সাদিয়া মুকিম-এর কুইজ দেখে তো মাথাই নষ্ট, অংশ নেয় নাই এমন অ্যাক্টিভ ব্লগার নাই বোধ হয়... কী কঠিন প্রশ্ন রে বাব্বা! মাত্র একটা পারলাম...!!

তবে উনি প্রশ্ন করে নিজেই উত্তর ভুল দিয়েছেন... Sad সেই ভুলটা ভাঙাতে এই পোস্ট। দেখেন তো কিছু বোঝা যায় কিনা...



এখন বুঝেছেন তো, দুইয়ে দুইয়ে পাঁচও সম্ভব...

{বি.দ্রঃ এর মধ্‌যে ছোট্ট একটা ভুল আছে, লজিকাল ভুল নয়, অন্‌য কিছু! কেউ ধরিয়ে দিন... জাতিকে অজ্ঞতার মধ্‌যে রাখবেন না প্লিজ...}

বিষয়: বিবিধ

১৬৮৩ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320373
১৬ মে ২০১৫ বিকাল ০৪:৫১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ২*৩ = ৮
এটা একেবারেই বাস্তব, কোন প্যাচ নাই
১৬ মে ২০১৫ বিকাল ০৫:১৮
261450
অবাক মুসাফীর লিখেছেন : ~:> কিভাবে?? মাথার উপর দিয়ে গেলো... Sad
১৭ মে ২০১৫ রাত ০২:৩১
261518
সাদিয়া মুকিম লিখেছেন : মাশা আল্লাহ! মামুন ভাই! প্রকৃত শিক্ষকের কাজটি করেছেন! Angel
320388
১৬ মে ২০১৫ বিকাল ০৫:৫৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
261473
অবাক মুসাফীর লিখেছেন : ভাইয়া, ফরমালিটি জিনিসটা খুব বেশি অপছন্দ আমার... প্লিজ আমার পোস্টে কুইক-কমেন্ট করা থেকে বিরত থাকবেন...
১৭ মে ২০১৫ সকাল ০৫:৩৮
261537
এলিট লিখেছেন : উনি এই ব্লগের মডারেটর। সবাইকেই কমেন্ট করতে হয়। ফর্মালিটি ছাড়া আর উপায় নেই।
১৭ মে ২০১৫ সকাল ০৮:৩৭
261544
অবাক মুসাফীর লিখেছেন : Oops... এই ব্‌যাপারটা আমার জানা ছিলো না... মডারেটর আর কে কে সেটা জানালে উপকৃত হতাম...
320396
১৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! এতদিন পর কুইজের জবাব........?
১৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
261472
অবাক মুসাফীর লিখেছেন : Waalaikumussalaam... এতোদিন আমি ঘুমিয়ে ছিলাম... কিছুই টের পাই নাই... আর শুরুতে তো বলেই নিলাম, পুরোনো চাল ভাতে বাড়ে টাইপ পোস্ট এইটা... Rolling on the Floor
320411
১৬ মে ২০১৫ রাত ০৮:২৪
লজিকাল ভাইছা লিখেছেন : ভাই অবাক মুসাফির, আপনার ম্যাথম্যাটিকস দেখে আমি ও অবাক !! ম্যাথমেটিক্স এর ভাগ্য অনেক ভাল। বাঙ্গালীর হাতে পড়ে নাই, পড়লে গনত্রন্ত্রের অবস্থা করে ছেড়ে দিত। আর বাল এর হাতে পড়লে টিএসসি টি সোনার ছেলেরা একটু দুষ্টমি করে ছেড়ে দিত।
আপনি দেখি ম্যাথমেটিক্স কে বাংলাদেশের সংবিধানের অবস্থা করে ছেড়ে দিয়েছেন।
ভাই অনেক ক্লেবার এবং চালাকির পরিচয় দিয়েছেন, আমি ম্যাথ এর মত জতিল বিষয় একটু কম বুঝি। আমাকে কি একটু বুঝিয়ে বলবেন ম্যাথের কোন ফর্মুলা আপনি ২য় লাইন থেকে ৩য় লাইন আবিস্কার করলেন ??
১৬ মে ২০১৫ রাত ০৮:৫৩
261481
অবাক মুসাফীর লিখেছেন : ২য় লাইন থেকে ৩য় লাইন-এ যেতে problem কী লজিকাল ভাইয়া? (a+b)^2 এর সূত্র করলেই তো হয়...
১৬ মে ২০১৫ রাত ০৯:৩২
261489
লজিকাল ভাইছা লিখেছেন : a+b+c
Broken Hearta+b)^2)^1/2)+c is it permitted in Math ?? I don't know !!
320416
১৬ মে ২০১৫ রাত ০৯:৩০
লজিকাল ভাইছা লিখেছেন : a+b+c
= ((a+b)^2)^1/2 is it permitted ?? i don't know.
১৬ মে ২০১৫ রাত ০৯:৪৭
261491
অবাক মুসাফীর লিখেছেন : (+9/2) is out of root and squre... So, There is no a+b+c.

((a+b)^2)^1/2 is permitted, isn't it?? Check it again please...
১৬ মে ২০১৫ রাত ১১:১৪
261498
লজিকাল ভাইছা লিখেছেন : আমি বলছি ম্যাথ একটু কম বুঝি!! এটা কি a-b+c এই রকম না ?? এর পরের লাইনটা একটু বুঝিয়ে বললেই হবে।
320444
১৬ মে ২০১৫ রাত ১১:১৫
লজিকাল ভাইছা লিখেছেন :


আমি বলছি ম্যাথ একটু কম বুঝি!! এটা কি a-b+c এই রকম না ?? এর পরের লাইনটা একটু বুঝিয়ে বললেই হবে।
১৭ মে ২০১৫ রাত ০১:৫০
261512
বৃত্তের বাইরে লিখেছেন : ভাইয়া অবাক হওয়ার কিছু নেই । এখানে লজিক ঠিক আছে নীতির প্রশ্ন। কথা হল, b/2 দুজনেই আকার, গঠনে এক. একজনকে জামাই আদরে ভিতরে বসতে দিয়ে অন্যজনকে রোহিঙ্গাদের মত আউট করা হয়েছে. ক্লু বলে দিলাম এবার সমাধান করেন.Rolling on the Floor
১৭ মে ২০১৫ রাত ০২:৩৩
261519
সাদিয়া মুকিম লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৭ মে ২০১৫ সকাল ০৮:৫০
261546
অবাক মুসাফীর লিখেছেন : হায় আল্লাহ, এর মধ্‌যেও রোহিঙ্গা.... Rolling on the Floor Rolling on the Floor

Sad Sad
১৭ মে ২০১৫ দুপুর ১২:৪৮
261600
লজিকাল ভাইছা লিখেছেন : Math কে একেবারে ----- Rape করে ছেড়ে দিলেন !!
১৭ মে ২০১৫ দুপুর ০৩:০৬
261631
অবাক মুসাফীর লিখেছেন : ধুরো ভাই, এইসব সাধারন টার্ম না বুগলে (বা আমি বোঝাতে পারি নাই) সেইটা আমার তো কিছু করার নাই... বাট এই টাইপ মগা খালি ম্‌যাথরে নিয়া করাই আসে... পৃথিবীর অন্‌য কোনো ভাষায় তা হইপে না...
১৭ মে ২০১৫ রাত ০৯:২৬
261718
লজিকাল ভাইছা লিখেছেন : হয়ত!! এতদিন জানতাম আমি বাংলা- ইংরেজিতে পেলু, আজ জানলাম আমি গনিতেও ফেলু!!! সবাই বলত মাথ এর জোরে আমি এত দুর,কিন্তু আজ দেখলাম সেখানেও ফেলু। দুর!! হত এক যুগ ধরে মাথ থেকে দুরে আছি তাই!! আল্লাহ হেল্প কর আমারে।
320451
১৭ মে ২০১৫ রাত ০১:০৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ২*২=৪*২=৮, মানে ৩*২=৮/২*২*২=৮
আশাকরি বুঝতে পারছেন!
২৮ মে ২০১৫ সকাল ০৭:৩৭
264256
অবাক মুসাফীর লিখেছেন : হায় আল্লাহ! আমি এতো দিনেও রিপ্লাই দেই নাই!! ম্‌যালাগুলো ছরি... Sad


বুঝেছি... জাঝাকুমুল্লহ।
320469
১৭ মে ২০১৫ রাত ০২:৩৬
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

এতো দিন পর এসে এই পোস্টই নজরে এলো? তাও আবার এত্তো সহজ অংকটা? Tongue

আমি পাটি গনিতের ভক্ত! বীজগনিত না Loser

যাক ব্যাপক বিনোদন পেলাম! আপনারা ঘিলু গরম করেন আর চুল পাকান ! Day Dreaming বহু কষ্টে স্কুল ,কলেজের সীমানা পার হয়েছি নতুন করে অংক কষতে চাই না Crying

শুভকামনা রইলো অংকবিদদের জন্য! Thumbs Up Good Luck Angel Praying

১৭ মে ২০১৫ সকাল ০৯:০৩
261547
অবাক মুসাফীর লিখেছেন : Waalaikumussalam... আমিও সেটাই চিন্তা করছি... এতো সব post থাকতে আপনারটাই কেন?? হয়তো ব্‌যতিক্রমী বলে...

নতুন করে চুল পাঁকানোর কিছু নেই.. অর্ধেকটা এমনিতেই পাঁকা আর দেশে যে গরম পড়ছে তাতে বর্ষা আসার আগেই বাকিটুকু পেঁকে যাবে... Rolling on the Floor

বি. দ্র. পাঁকাচুল আল্লাহর অসাধারন একটা নেয়ামাত, পাঁকাচুল মাথার তাপমাত্রা ঠিক রাখতে ব্‌যাপক কার্যকর...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File