বাংলা সিনেমাঃ যা কভু ভুলবার নয়

লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ২১ ডিসেম্বর, ২০১৪, ০৭:৩২:৩৫ সন্ধ্যা



১. নায়িকা ধনী বাবার একমাত্র সন্তান হলে তাদের বংশ হবে অবশ্‌যই চৌধুরী। তা না হলে সে হবে গ্রামের মেয়ে, (চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে এবং গ্রাম্‌য মেয়ে এই দুই টাইপ এর বাইরে কখনো বাংলা সিনেমার নায়িকারা হতে পারবে না). কলসি কাখে নিয়ে হেঁটে যাবার দৃশ্‌যের মাধ্‌যমে সিনেমায় নায়িকের রোল শুরু হবে। নায়িকা সুযোগ পেলে তার সইদের সাথে এক চক্কর নেঁচেও ফেলতে পারে। সবার কাখেই কলসি থাকবে, কিন্তু একেবারেই ফাঁকা।

(গ্রাম্‌য মেয়ের ভূমিকায় নায়িকা থাকলে নায়কের কোটিপতি হওয়া বাঞ্চনীয়।)

২. খলনায়ক আই মিন ভিলেন যতগুলো গুলিই করুক না কেনো নায়কের গায়ে একটা গুলিও লাগবে না, আর নায়ক যদি একটাও গুলি করে তবে তাতেই ভিলেন সহ তার সব চ্‌যালা-ব্‌যালা ফিনিশ।

৩. নায়কের গায়ে যদি গুলি লেগেও যায়, ব্‌যান্ডেজ কিন্তু মাথাতেই বাঁধা থাকবে।

৪. নায়িকাকে উদ্ধার করতে যাওয়ার সময় নায়কের জন্‌য কোথাও না কোথাও একটা সাইকেল বা মটোর সাইকেল দাড়ানো থাকবেই থাকবে।

৫. কেউ গগণ বিদারী চিৎকার দিলে গাছপালাগুলো ঘোরাঘুরি শুরু করবে।

৬. নায়কেরও চ্‌যালা থাকবে একজন, অত্‌যন্ত বিশ্বস্ত। তার কাজ হবে অল টাইম জোক্স সরবরাহ করা।

৭. শেষ দৃশ্‌যের কিছু আগে নায়িকা আর নায়কের মাকে বেঁধে রাখা হবে কোনো এক গোডাউনে, যেখানে খলনায়ক ভয়ঙ্কর হাসি দিয়ে বলবে, 'আজ তোর কি হবে রে ছকিনা?' সাথে সাথে ছকিনা চিৎকার করে উঠবে, 'নাআআআআ।'

তখনই নায়কের চিৎকার শোনা যাবে, 'ইয়াহুউউউ।' নায়ক তার সেই মটোর সাইকেল নিয়ে কোনো কাঁচের অথবা ইটের দেয়ার ভাঙ্গে চুরে তছনছ করে ঢুকে পরবে।

৮. শেষ দৃশ্‌য হবে অবশ্‌যই ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে। 'অতঃপর সবাই সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলো' টাইপ দৃশ্‌য।

বিষয়: বিবিধ

১৪৩৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296271
২১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
আফরোজা হাসান লিখেছেন : হাহাহা...বাংলা সিনেমা খুব একটা দেখা হয়নি বলতে ভয় পাচ্ছি। কৈফিয়ত দিতে হতে পারে। তাই Don't Tell Anyone
কিন্তু আপনার পোষ্ট পড়ে অনেক মজা পেয়েছি। Big Grin Big Grin Big Grin
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৬
239768
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : কৈফিয়ত দিতে হতে পারে। তাই Don't Tell Anyone হিহিহিহিহি.....Big Grin Big Grin

এটা আমারো মন্তব্য Loser Loser
২১ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩২
239806
অবাক মুসাফীর লিখেছেন : হায় আল্লাহ! দ্‌যাখেন নাই!! আপনারা তো প্রবাসী হইতে যাইয়া বিদেশী হয়ে গেলেন। :(

ব্‌যাপক বিনুদোন। সময় করে দেখে নিয়েন।
২১ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩৩
239808
অবাক মুসাফীর লিখেছেন : আপনার জন্‌যেও একই রিপ্লাই। Happy
296272
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:০৭
শরাফতুল্লাহ লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ ধন্যবাদ
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৪
239795
অবাক মুসাফীর লিখেছেন : Happy
296279
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনি একটা নতুন ছি নে মা তৈরি করেননা!!!
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৫
239796
অবাক মুসাফীর লিখেছেন : Kormu inshahallah. Plz wait. Happy
296308
২২ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এক সময় বাংলা ছবির খুব পাগল আছিলামরে ভাই! মাল প্রায় সবই এক, বোতল ভিন্ন শুধু!
২২ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৪৩
239828
অবাক মুসাফীর লিখেছেন : হা হা হা ... এখন দেখা হয় না বুঝি? আমি তো এখনও গো-গ্রাসে গিলতে থাকি।
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:১০
239862
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সময় সুযোগ তেমন হয় না ভাই, তাছাড়া ডিশের লাইনও নাই! সুযোগ পাইলে দেখি, ভারতেরগুলোর চায়তে ভালো লাগে
২২ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৩২
239974
অবাক মুসাফীর লিখেছেন : আসলেই....ভারতীয়গুলোর চাইতে হাজারগুণ ভালো ফিল্ম দেশীগুলো....
296348
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৫৪
বৃত্তের বাইরে লিখেছেন : Rolling on the Floorসঠিক বিশ্লেষণ। Good Luck
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০৭
239902
অবাক মুসাফীর লিখেছেন : পড়িবার এবং মন্তব্‌যের জন্‌য শুকরিয়া। Happy
296375
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:২৮
রেহনুমা বিনত আনিস লিখেছেন : বড়ই মজা পেলাম Rolling on the Floor Rolling on the Floor
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০৮
239903
অবাক মুসাফীর লিখেছেন : পড়িবার এবং মন্তব্‌যের জন্‌য শুকরিয়া। Happy
296400
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩৮
জোনাকি লিখেছেন : হেব্বি বলছেন =)
২২ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫৪
239916
অবাক মুসাফীর লিখেছেন : পড়িবার এবং মন্তব্‌যের জন্‌য শুকরিয়া। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File