স্বপ্ন ফুরোবার আগে...
লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ১৯ ডিসেম্বর, ২০১৪, ১২:৪০:১২ রাত
অমাশার বুক চিরে ফুঁটে ওঠা নীলপদ্ম
হতাশার স্রোতে ভেসে হারানো কিছু সময়,
আঁধারে হাতড়ে খুঁজে সেই হাতদুটো পরিচিত
বেদনাচ্ছটায় ছেয়ে যায়, বাতিরা সব নিভে যায় - তোমার শান্ত নীলয়।
নিয়তিরা যত নিশ্চুপ, হাহাকারে ভরে আসে বুক
ক্ষ্যাপা তুমি হয়ে ওঠো কভু, ছাইপাশ অকারণ তবু
অপবাদেরা ভিড় করে; পড়ে থাকে শুধু হাসিমুখ,
সবাই তো দেখে তা, দেখে না কেউই দেখে না - তোমার স্তব্ধ হৃদয়!
জলরং বাক্স হাতে যদি যেতে চাও বহুদূর
তবে ঝেড়ে ফেলো শত জঞ্জাল,
উৎপাত করা ঘেয়ো সুর;
নিদারুন ছায়াসঙ্গীরা একদিন ঠিকই যাবে হারিয়ে, ক্ষণকালের লিপ্সায়
তিলে তিলে বাঁধা বুক,
একদিন সব যাবে চলে নাটাইয়ের সূতো ছেড়ার আগে;
প্রলয়ের সেই উচ্ছ্বাস আবারো ধেয়ে আসছে,
চেয়ে দেখো বিজয়ীরা মিটিমিটি চোখে হাসছে,
চল ভিড়ে যাই, চল মিশে যাই - স্বপ্ন ফুরোবার আগেই।
বিষয়: সাহিত্য
১৪১৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাব্বুল আলামীনের রহমাহ'র শ্রাবণে মুছে যাক গ্লানি যত...
সুন্দর লিখেছে। দোয়া রইলো।
ওয়াও!! আমার কবিতাও আপনারা বিনা পরিশ্রমে বোঝেন!
মন্তব্য এবং শুভকামনার জন্য অন্নেক ধন্যবাদ।
আমার যে সুতো ছিড়তে ইচ্ছে করে না
মন্তব্য করতে লগইন করুন