হয়তো সেও ভাঙছে রুটিন নিজের মত করে
লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ১০ ডিসেম্বর, ২০১৪, ০৬:৪৯:৪৯ সন্ধ্যা
আজ তোমার মন বড্ড বেশী খারাপ?
থাক, আমায় তা বলতে হবে না।
কষ্টগুলোকে উষ্কে দেবার বদ সাহস আমার নেই।
হতাশার মেঘ জমছে নীলিমায়
জানলার ফাঁকে রোদেরা খেলা করছে না,
অভিশাপের চোখে তাকাচ্ছো আয়নায়
দুরাশার তরী এ ঘাটে আর ভিড়বে না!
টোনাটুনিতেই শান্ত ছিলে একসময়, এখন খেপছো কেন?
ছোট্টবেলার গল্প-কিচ্ছার দিন কি হঠাৎ-ই ফুরিয়ে গেলো?
না তুমি নিজেই হারিয়ে ফেলেছো, অবহেলায়?
নাকে একটা চশমা গুঁজে
তুমি এখন মোটা মোটা বইয়ের ফাঁকে
একফোঁটা সুখ খোঁজো, এক বুক আশা নিয়ে
সময় এভাবে বদলে দিলো তোমায়।
নিকষ কালো বেদনা তোমার চোখে ভাসছে ধূষর হয়ে
কাজল ভেজা নোনা জলে ভাসিয়ে দাও সব কিছু,
নয়তো তুমিই লিন হবে আঁধারে।
আস্তাকুড়ে নিক্ষেপ করার পর ওরা হাসবে শয়তানের হাসি
গলায় ফাঁস পরিয়ে উন্মাদনার, ভাসিয়ে দেবে স্রোতে
আষ্টেপিষ্টে বেঁধে রাখা জীবনের শত জঞ্জাল মুক্ত করে দাও
নতুবা তোমায়-ই বেঁধে ফেলবে ওরা।
তবু তোমাকেই ফুলটি ছিড়তে হবে জীবনটাকে একটু রাঙাতে,
কৃষ্ণচূড়ার ডালও একটু নিচুতে নামবে ...
শুধু তোমার জন্য।
বিষয়: সাহিত্য
১২৫৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ও...আপনি কি ডালের উপ্রে বসা?
কবিতার শিরোনমটা আরেকটু ছোট আকর্ষণীয় হলে মজা হবে মনে হয়!
.
.
কয়েকজনের কাছে শুনেছি, আমি নাকি ছ্যাকা খাওয়া কবিতা লিখি.... ব্যাপারটা প্রমাণিত হয়ে গেলো.....অসংখ্য ধন্যবাদ আপনাকে উৎসাহ দেয়ার জন্য....জাযাক আল্লাহ খাইরান।
মন্তব্য করতে লগইন করুন