হয়তো সেও ভাঙছে রুটিন নিজের মত করে

লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ১০ ডিসেম্বর, ২০১৪, ০৬:৪৯:৪৯ সন্ধ্যা



আজ তোমার মন বড্ড বেশী খারাপ?

থাক, আমায় তা বলতে হবে না।

কষ্টগুলোকে উষ্কে দেবার বদ সাহস আমার নেই।

হতাশার মেঘ জমছে নীলিমায়

জানলার ফাঁকে রোদেরা খেলা করছে না,

অভিশাপের চোখে তাকাচ্ছো আয়নায়

দুরাশার তরী এ ঘাটে আর ভিড়বে না!

টোনাটুনিতেই শান্ত ছিলে একসময়, এখন খেপছো কেন?

ছোট্টবেলার গল্প-কিচ্ছার দিন কি হঠাৎ-ই ফুরিয়ে গেলো?

না তুমি নিজেই হারিয়ে ফেলেছো, অবহেলায়?

নাকে একটা চশমা গুঁজে

তুমি এখন মোটা মোটা বইয়ের ফাঁকে

একফোঁটা সুখ খোঁজো, এক বুক আশা নিয়ে

সময় এভাবে বদলে দিলো তোমায়।

নিকষ কালো বেদনা তোমার চোখে ভাসছে ধূষর হয়ে

কাজল ভেজা নোনা জলে ভাসিয়ে দাও সব কিছু,

নয়তো তুমিই লিন হবে আঁধারে।

আস্তাকুড়ে নিক্ষেপ করার পর ওরা হাসবে শয়তানের হাসি

গলায় ফাঁস পরিয়ে উন্মাদনার, ভাসিয়ে দেবে স্রোতে

আষ্টেপিষ্টে বেঁধে রাখা জীবনের শত জঞ্জাল মুক্ত করে দাও

নতুবা তোমায়-ই বেঁধে ফেলবে ওরা।

তবু তোমাকেই ফুলটি ছিড়তে হবে জীবনটাকে একটু রাঙাতে,

কৃষ্ণচূড়ার ডালও একটু নিচুতে নামবে ...

শুধু তোমার জন্‌য।

বিষয়: সাহিত্য

১২৫৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

293081
১০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪০
236801
অবাক মুসাফীর লিখেছেন : জাযাক আল্লাহ খায়ের
293088
১০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
সামসুল আলম দোয়েল লিখেছেন : পিলাচ
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪২
236802
অবাক মুসাফীর লিখেছেন : জাযাক আল্লাহ খায়ের
293093
১০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
ভিশু লিখেছেন : ভাইয়া, ঐ ডালটা ১টু নীচে নামিয়ে দিবেন কে? Rolling Eyes
ও...আপনি কি ডালের উপ্রে বসা? Chatterbox
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:০৭
236887
অবাক মুসাফীর লিখেছেন : ব্‌যাপারটা ডিপেন্ড করে ফুল তুলিতে কে আসিতেছে তার উপর.... Winking)
১১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৪
237031
ভিশু লিখেছেন : Surprised Smug
293100
১০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
প্রবাসী আশরাফ লিখেছেন : কষ্টের নোনা জলে কটা করে দিলেন কবিতার প্রতি পুংক্তিতে।কষ্টাবেগের নল গলে শেষোক্ত পদমালায় কি এক আকূল আকূতি তা সত্যিই স্পর্শ করে যাবে পাঠকের লোমকূপ।...ধন্যবাদ।
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২১
236891
অবাক মুসাফীর লিখেছেন : অসংখ্‌য ধন্‌যবাদ আপনাকে, অসাধারন মন্তব্‌যের মাধ্‌যমে উৎসাহ দেয়ার জন্‌য....জাযাক আল্লাহ খাইরান।
293113
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : মনে হচ্ছে অকারণে হারিয়ে যাওয়া প্রিয়ার প্রতি সময়ের সাবধান বাণী! সত্যি অসাধারণ! আধুনিক রোমান্টিক কবিতা আর কাকে বলে! আমি মুগ্ধ! অন্তত নতুন একটা ভাব অনুভব করলাম। শুভ কামনা রইলো আপনার জন্য!
কবিতার শিরোনমটা আরেকটু ছোট আকর্ষণীয় হলে মজা হবে মনে হয়!
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:১৮
236888
অবাক মুসাফীর লিখেছেন : না মানে ইয়ে..... প্রিয়া হারানোর ক্ষেত্র এখনো তৈরি হয় নাই ... আপনি কি ভাবছেন জানি না, তবে আমি আপনাদের কাছে এক্কেরে পিচ্চি। :D/
.
.
কয়েকজনের কাছে শুনেছি, আমি নাকি ছ্‌যাকা খাওয়া কবিতা লিখি.... ব্‌যাপারটা প্রমাণিত হয়ে গেলো.....অসংখ্‌য ধন্‌যবাদ আপনাকে উৎসাহ দেয়ার জন্‌য....জাযাক আল্লাহ খাইরান।
293121
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০৪
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ বেশ ভালো লাগলো লিখাটি ভাইয়া।
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৩৯
236800
অবাক মুসাফীর লিখেছেন : জাযাক আল্লাহ খায়ের
293134
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৪৩
রফিক ফয়েজী লিখেছেন : বেশ সুন্দর হয়েছে ধন্যবাদ।
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৩৯
236799
অবাক মুসাফীর লিখেছেন : জাযাকআল্লাহ খায়ের

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File