ছোট্ট বেলার গল্প ১
লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ১০ ডিসেম্বর, ২০১৪, ০১:৫০:১৮ রাত
মা গো,
যখন আমি দাদার চেয়েও বড়
ফিরতে যদি রাত হয়ে যায় বাড়ি,
ফিরে দেখবো তখনো তুমি জেগে ...
গাল ফুলিয়ে দিচ্ছো শুধু ঝাড়ি।
.
.
.
একটু বাদেই ডাকবে তুমি খেতে
যদি একটু দেরী হয়ে যায় যেতে,
তখন তুমি শুরু করবে আবার
এক্ষুণি আয়, ঠান্ডা হল খাবার।
.
.
.
এসে দেখবো ভাত বেড়েছো দু'পাতে
আছে কে'বা অপেক্ষা করবে এমন মাঝরাতে ... !
বিষয়: বিবিধ
১৩৩৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই ছেলেই বউ পেয়ে মায়ের ভালবাসার কথা ভুলে যায় । এরুপ ছেলেগুলো বোকা |আবার বৌরাও পারে বটে | শুধু ঘ্যান্নর ঘ্যান্নর করলে বেচারা প্রভাবিত হতে বাধ্য|
সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি।
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন