আধুনিক প্‌যারেন্টিং : একটি ফলাফল

লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ২৯ নভেম্বর, ২০১৪, ১০:৫২:৩৬ রাত

আমার এক খালামনি একটা গল্প বলছিলেন তার ছোট ছেলেকে। আমার ওই খালাতো ভাইটার বয়স বেশি হলে ৬ বছর, ক্লাস ওয়ানে পড়ে। গল্পটা খানিকটা এই রকম....

এক বালক হঠাৎ করে বড় হয়ে বিয়ে করে সংসার শুরু করেছে। শুরু থেকেই সংসারে অশান্তি, তার কারণ ঘরের এক কোণে বৃদ্ধ এক মা পড়ে থাকেন। বালকের জীবন থেকে আস্তে আস্তে মায়ের জরুরত কমে যাচ্ছে। বৃদ্ধ মায়ের আর জায়গা হচ্ছে না আধুনিক ফ্ল্‌যাটে।

লোকজন এই অবস্থায় বুড়ো বাবা-মাকে ফেলে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে। আমাদের সমাজ অন্তত এইটাই শেখায় আমাদের! কিন্তু আমাদের এই বালক অতোটা খারাপ নয়। সে বছরে দুই বার নিয়ম করে মাকে দেখে আসতে যেতে চায় না। তাই সে এক অভিনব পন্থা অবলম্বন করেছে। আমার ক্ষমতা থাকলে তাকে আমি নিঃসন্দেহে পেটেন্ড দেয়ার ব্‌যাবস্থা করতাম।

বালক মহাশয় তার মাকে নিয়ে গেলেন এক ট্রেন স্টেশনে। ভদ্র লোকের মত টিকিট কেটে উঠলেন ট্রেনে, মাকে বসিয়ে দিলেন তার নির্ধারিত সীটে। তারপর মায়ের হাতে টিকিটটা ধরিয়ে সুন্দর করে সালাম দিয়ে নেমে গেলেন ট্রেন থেকে।

সালামের উত্তরটাও আর শোনার সময় হয়নি তার.....

কোনো স্টেশনেই মায়ের জন্‌য কেউ অপেক্ষা করবে না.....

মা নিজেও জানে না তার গন্তব্‌য কোথায়!.....

কোনো এক সময় ট্রেনটা থামবে.....

কিন্তু মায়ের আর ট্রেন থেকে নামার দরকার পড়বে না।

.

.

.

এখনকার মায়েদের নিয়ে সত্‌যি খুব ভয় হয়। তারা কোরান-হাদীসের জন্‌য অবসর পান না, কিন্তু সন্ধ্‌যার পর থেকে মধ্‌যরাত পর্যন্ত জলসায় মজে থাকতে একটুও দ্বিধা করেন না। তারা গল্প করেন এই সব কুলাঙ্গারদের, ভুলে গেছেন বায়েজীদ বোস্তামী, ইমাম তাইমিয়্‌যাদের গল্প। তারা ভুলে গেছেন মোহাম্মাদ নামে হয়তো কেউ এসেছিলো এই পৃথিবীতে। তাহলে হয়তো 'এম ফর ম্‌যাংগো' শেখানোর সাহস পেতেন না।

পরিবার নাকি শিশুর প্রাথমিক এবং প্রধান বিদ্‌যালয়! আমার মনে হয় এই বিদ্‌যালয়ের কারিকুলামে পরিবর্তন আনা দরকার, আমুল পরিবর্তন!.....একেবারে ১৪০০ বছর আগে যেমন ছিল....নইলে আজই আপনার পরবর্তী প্রজন্মকে জিজ্ঞেস করুন....

"অজানা গন্তব্‌যের পথে মায়েদের বিদায় দিয়ে বাড়ি ফিরে স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে তো?"

বিষয়: বিবিধ

৯৮০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289688
২৯ নভেম্বর ২০১৪ রাত ১১:০৮
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
৩০ নভেম্বর ২০১৪ রাত ০১:২২
233467
অবাক মুসাফীর লিখেছেন : ok ... Thanks for commenting,
289690
২৯ নভেম্বর ২০১৪ রাত ১১:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্যিই সুন্দর একটি লিখা।
যে মায়েরা সন্তান দের থেকে সিরিয়াল নিয়ে বেশি ব্যাস্ত তাদের সন্তানরাও তাই করবে।
৩০ নভেম্বর ২০১৪ রাত ১২:৩৩
233451
অবাক মুসাফীর লিখেছেন : হুম্ম...আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।
289782
৩০ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৫৯
হতভাগা লিখেছেন : সব দোষ বালক ঘোষ

ঘটনার মূল হোতাকে আড়াল করে রাখলে এই ঘটনা চলতেই থাকবে । এমনকি মূল হোতার ঘরেও।
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৪
233614
অবাক মুসাফীর লিখেছেন : হোতা তো বালক মহাশয়, কিন্তু বালকের জনক জননীরা আজ নিজেদের নিয়ে বড্ড ব্‌যাস্ত, সন্তানদের দেবার মত সময় তাদের নেই... কিন্তু তাঁরা আশা করেন বৃদ্ধ বয়সে তাদের সন্তানেরা তাদের সঙ্গ দিবে ... ... ব্‌যাপারটা হাস্‌যকর বৈ কী!
289804
৩০ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৪
আবু সাইফ লিখেছেন : তারা ভুলে গেছেন মোহাম্মাদ নামে হয়তো কেউ এসেছিলো এই পৃথিবীতে। তাহলে হয়তো 'এম ফর ম্‌যাংগো' শেখানোর সাহস পেতেন না।


"এম ফর ম্যাংগো" শিখেই তো বর্তমান প্রজন্ম "ম্যাংগো পিপল" হয়েছে
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪৮
233611
অবাক মুসাফীর লিখেছেন : হাছা কথা কইছেন, ভাইজান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File