'হাসবুনাল্লহ ওয়া নে'মাল ওয়াকীল।'
লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ২৬ নভেম্বর, ২০১৪, ০৮:৫৪:৩২ রাত
যখন খুব ছোট ছিলাম, মাঝে মাঝেই ঝাড়ি খেতাম আব্বুর কাছে। আব্বু বাসায় না থাকলে কপালে জুটতো আম্মুর কুঞ্চির লাঠির বাড়ি! দোষ আসলেই করে থাকলে খুব মনো:পীড়ায় ভুগতাম। দোষ না করলে মাঝে মাঝে খুব অভিমান হত।
-'কই দোষ তো আমি করি নি! তাহলে শুধু শুধু মারলো কেন আমায়?'
চোখের পাতা ভারি হয়ে উঠতো। রাতের বেলায় বালিশের কোণ ভিজিয়ে নালিশ করতাম আল্লাহর কাছে।
যখন একটু বড় হলাম, স্কুলের বন্ধুদের সাথে প্রায়ই ঝগড়াঝাটি বাঁধতো, মাঝে মাঝে তা হাতাহাতির পর্যায়ে চলে যেত। নিজেকে সংবরণ করার ক্ষমতা আমার কম, বন্ধুদের উপর অভিমান করে ক্লাসের মধ্যেই কেঁদে ফেলতাম। আবার সেই খোদার কাছে কথার ফুলঝুড়ি নিয়ে চলে যেতাম। নিজেকে ঊজাড় করে মনের সব কথা বলে ফেলতাম অনায়েসে।
যখন আরো একটু বড় হলাম, গাছের শাখা-প্রশাখা আরো বেশি বিস্তৃত হল, ফুল-ফল ধরলো, রংধনুটিকে আরো বেশি রঙীন মনে হতে শুরু করলো, তখন বুঝলাম এ বড় কঠিন সময়। নষ্ট এই সমাজে গাফেল সবার মত নিজেকে মিশিয়ে দেইনি, ভালো মন্দের প্রভেদ ততদিনে আমি করতে শিখেছি। তবু ইবলিসের ধোঁকায় আমি মাঝে মাঝে দিকভ্রান্ত হতাম। গভীর রাতে সাহায্য চাইতাম সেই মহান সত্ত্বার কাছে। তিনি আমায় রক্ষা করেছেন এবং করছেন (আলহামদুলিল্লাহ)l
কিন্তু কেউ তো আমায় বলে দেয় নি, যখন তোমার পাশে কাউকে পাবে না তখন ছুটে যাবে আল্লাহর কাছে, যখন তোমার কথা কাউকে বলতে পারবে না সব খুলে বলবে তাঁর কাছে, যখন কেউ তোমাকে বুঝবে না তখন শুধুমাত্র তিনিই তোমাকে বুঝবেন।
কেন তাঁকে এতোটা বিশ্বস্ত মনে হয়? যেই মাকে ছাড়া আমার একটি ঘন্টা চলতো না, যেই বাবাকে ছাড়া আমার আমার একটু একটু করে বেড়ে ওঠা হত না, যেই বন্ধুদের ছাড়া আমি বাইরের পৃথিবী এখনো অন্ধকার দেখি, তাদেরকে কিছুই বলতে পারতাম না, কিছুই বোঝাতে পারতাম না। অথচ যাকে আমি কোনোদিন দেখিনি, যার কণ্ঠ আমি কোনোদিন শুনিনি, তাঁকে কেন আমি এতোটা বিশ্বাস করি? শুধুমাত্র তাঁর সৃষ্টির মহিমা আর একটি কিতাবের উপর বিশ্বাস করে তাঁকে কেন এতোটা আপন মনে হয়? এতোটা ভরসা আর প্রশান্তি আর কোথাও কেন খুঁজে পাই না?? এর উত্তর খুব সুন্দর ভাবেই আল্লাহ দিয়েছেন তাঁর সেই কিতাবের মাধ্যমে-
''যারা ঈমান আনে তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আর যারা কুফরীর পথ অবলম্বন করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত। সে তাদেরকে আলোক থেকে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যায়। এরা জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরকাল থাকবে।'' (সুরা আল বাকারা ২:২৫৭)
যখন ব্যার্থতায় বিদ্ধস্ত হয়ে অতলে হারিয়ে যেতাম, তখন তিনি আবার আমাকে উজ্জীবিত করতেন, পরাজয়ের গ্লানি মুছে দিয়ে আবারো দাড়িয়ে পথ চলার শক্তি জোগাতেন। আমার শূণ্য হৃদয়ে যখন একাকীত্বের হাহাকার, তখন তিনি আমাকে সঙ্গ দিতেন, ধৈর্য্য ধারণ করার শক্তি দিতেন। কোনোকিছু পাবার জন্য যখন উতলা থাকতাম তখন তিনি আমায় শান্ত রাখতেন, প্রশান্তির চাদরে মুড়ে দিতেন। আরো কতশত নিদর্শন তিনি নিত্যদিন দেখিয়ে গেছেন, দেখাচ্ছেন।
''ফাবি আইয়্যি আলা ইরব্বিকু মাতুকাযযিবান।''
সমস্ত প্রশংসা সেই সত্তার, যিনি ছিলেন আমার আদিতে, থাকবেন আমার অন্তে, যিনি সর্বোত্তম অভিভাবক, বন্ধু।
''হাসবুনাল্লহ ওয়া নে'মাল ওয়াকীল।''
-আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি সর্বোত্তম উদ্ধারকারী। (সুরা আল ইমরান ৩:১৭৩)
বিষয়: বিবিধ
১৭৯৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দারুণ উপস্থাপনা।
ভালো লাগ্লো অনেক...
জাযাকাল্লাহু খাইরান কাসীরা।
খুবি প্রয়োজনীয় টপিক নিয়ে পোস্ট, ভালো লাগলো খুব।
ধন্যাবদ সাবলীল উপাস্থাপনার জন্য।
মন্তব্য করতে লগইন করুন