▒▒▒ বস্তির সেই ছেলেটি ▒▒▒ •••——— মানসূর আহমাদ
লিখেছেন লিখেছেন জেলপেন ২২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৩৯:০৫ সকাল
সে তখনো তার মায়ের কোলে
ঘুমিয়ে কাটাতো রাত,
বাবার আদর-সোহাগ পেতো না,
পেতো না খেতে ভাত।
মন্ত্রীর গাড়ি পিষে চলে যায়
বাবার দেহটাকে,
বাবা চলে গেলো যখন, সে-
ডাকবে বাবা কাকে!
রাত পোহায় না ঘরের কোণে
মা-ও ঢলে পড়ে,
ক'দিন ধরেই মা-ও যে ভুগছে
মরনেরি জ্বরে!
বাবা চলে যায়, মা-ও চলে যায়
ছেলেটা হয় একা,
তার বিপরীত ঐ খুনিদের
প্রাসাদ ওঠে পাকা!
বিষয়: বিবিধ
১০৫৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ বাংলাদেশে মন্ত্রী , মিনিস্টাররা চলাচলের সময় রাস্তা একেবারে ক্লিয়ার করে ফেলা হয় । কেউ উঁকি ঝুঁকি মারলে পুলিশ ফাঁপড় দেওয়া শুরু করে ।
আর এরকম ঘটে যাওয়া অসম্ভব কিছু নয়!
মন্তব্য করতে লগইন করুন