রক্তদিয়ে একুশ কেনা
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:২৯:১৫ রাত
বাংলায় যদি আমার ভাষা,
ফেব্রুয়ারী তবে কি ?
ফাল্গুনের দেয়া রক্তপণে-
কেন একুশ কিনেছি ?
ফেব্রুয়ারীর একুশ নিয়ে,
আমরা যখন গায় !
ফাল্গুনেরঐ আট তারিখটা,
অট্টহাসি হাসি পায় । ।
উর্দু হিন্দি ইংরেজী নয়,
বাংলায় লিখো গান !
সালাম বরকত শান্তিপাবে,
বাড়বে রফিকের মান । ।
মোশাররফ.২১.০২.১৫
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন